কলকাতা 

Park circus firing: পার্ক সার্কাসে এলোপাথাড়ি গুলি! মহিলাকে খুন করে আত্মঘাতী পুলিশকর্মী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কলকাতার পার্ক সার্কাসের বাংলাদেশ উপ-দুতাবাস থেকে মাত্র ৫০ মিটার দূরে নিজের সার্ভিস রাইফেল থেকেেএলোপাথাড়ি গুলি চান এক পুলিশ কর্মী বলে খবর পাওয়া গেছে । এতে একজন মহিলা গুলিবিদ্ধ হয়ে মারা যান সঙ্গে ওই কনস্টেবল নিজের রাইফেল থেকে গুলিয়ে চালিয়ে আত্মঘাতী হন।

শুক্রবার দুপুরে, বাংলাদেশ হাই কমিশন থেকে মাত্র ৫০ মিটার দূরে এই ঘটনা ঘটেছে। ঘটনার পর দেখা যায় আত্মঘাতী পুলিশকর্মীর পাশে পড়ে রয়েছে তাঁর ইনসাস সার্ভিস রাইফেল।প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, অন্তত ১০-১২ রাউন্ড গুলি চালান ওই পুলিশকর্মী। হঠাৎ গুলির আওয়াজে এলাকায় হইচই পড়ে যায়। ওই পুলিশ কর্মী মাটিতে লুটিয়ে পড়ার পর আশপাশের মানুষ যখন সেখানে পৌঁছন, দেখা যায় বুলেটের খোল চারদিকে ছড়িয়ে পড়ে রয়েছে।
ঘটনার খবর পেয়ে আশপাশের থানার পুলিশ সেখানে পৌঁছেছে। স্থানীয় মহিলার মৃত্যুর ঘটনায় শোকে ও অসন্তোষে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েন। দুপুর পৌনে তিনটে পর্যন্ত খবর, অবরুদ্ধ হয়ে রয়েছে পার্কসার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং।
জানা গিয়েছে, যে পুলিশকর্মী নিজের সার্ভিস রাইফেল থেকে এলোপাথাড়ি গুলি চালিয়েছেন তিনি বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তার কাজে সদ্য নিযুক্ত হয়েছিলেন। সূত্রের খবর, গুলিতে আরও একজন আহত হয়েছেন।
স্থানীয়দের দাবি, বাংলাদেশ উপদূতাবাসে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই নিরাপত্তাকর্মী। আচমকাই তিনি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। তাতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক মহিলার। জানা গিয়েছে, ওই মহিলা রাস্তা দিয়ে একটি স্কুটি চালিয়ে যাচ্ছিলেন। তার পর নিরাপত্তাকর্মী নিজেকেও গুলি চালিয়ে শেষ করেন।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ