কলকাতা 

WBCHSE Result 2022: উচ্চ মাধ্যমিকে প্রথম পাঁচে ২৫ জনের মধ্যে একজন সংখ্যালঘু, এক নজরে দেখে নিন ২৫ জনের তালিকা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : আজ শুক্রবার সকালে ২০২২ সালের উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকার প্রথম দশে রয়েছেন ২৭২ জন। এর মধ্যে প্রথম পাঁচটি স্থানে রয়েছেন ২৫ জন। এর মধ্যে মাত্র একজন মুসলিম রয়েছেন । তাঁর নাম খন্দকার মুসাব নওয়াজ, তিনি  হুগলি জেলার দক্ষিণদিহি হাই স্কুলের ছাত্র ।

এক নজরে  প্রথম থেকে পঞ্চম স্থানাধিকারী ২৫ জনের নামের তালিকা দেখুন ।

Advertisement

প্রথম (১ জন), প্রাপ্ত নম্বর: ৪৯৮

অদিশা দেবশর্মা : দিনহাটা সোনি দেবী জৈন হাই স্কুল (কোচবিহার)

দ্বিতীয় (১ জন), প্রাপ্ত নম্বর: ৪৯৭

সায়নদীপ সামন্ত : জলচক নটেশ্বরী নেতাজি ভবন বিদ্যায়তন (পশ্চিম মেদিনীপুর)

তৃতীয় (৪ জন), প্রাপ্ত নম্বর: ৪৯৬

১. রোহিন সেন : পাঠভবন (কলকাতা)

২. সোহম দাস : হুগলি কলেজিয়েট স্কুল

৩. অভীক দাস : কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশন (পূর্ব বর্ধমান)

৪. পরিচয় পারি : জলচক নটেশ্বরী নেতাজি ভবন বিদ্যায়তন (পশ্চিম মেদিনীপুর)

চতুর্থ (৮ জন), প্রাপ্ত নম্বর: ৪৯৫

১. সৌম্যদীপ মণ্ডল : জলচক নটেশ্বরী নেতাজি ভবন বিদ্যায়তন (পশ্চিম মেদিনীপুর)

২. কিংশুক রায় : জলচক নটেশ্বরী নেতাজি ভবন বিদ্যায়তন (পশ্চিম মেদিনীপুর)

৩. প্রীতম মিদ্যা : জলচক নটেশ্বরী নেতাজি ভবন বিদ্যায়তন (পশ্চিম মেদিনীপুর)

৪. অর্পিতা মণ্ডল : পাথরমোড়া হাই স্কুল (বাঁকুড়া)

৫. অনুষ্কা ভট্টাচার্য : দিনহাটা সোনি দেবী জৈন হাই স্কুল (কোচবিহার)

৬. তিতলি বন্দ্যোপাধ্যায় : আরামবাগ গার্লস হাই স্কুল (হুগলি)

৭. আনন্দরূপ মুখোপাধ্যায় : রামপুর নবগ্রাম হাই স্কুল (হুগলি)

৮. নীতীশ কুমার হালদার : হুগলি ব্রাঞ্চ স্কুল

পঞ্চম (১১ জন), প্রাপ্ত নম্বর: ৪৯৪

১. চন্দ্র মণ্ডল : হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউশন (হুগলি)

২. দেবাঙ্ক সাহা : রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিদ্যাভবন (উত্তর ২৪ পরগনা)

৩. সায়ন্তিকা ভুইয়াঁ : সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির (দক্ষিণ ২৪ পরগনা)

৪. সানা দাস : সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির (দক্ষিণ ২৪ পরগনা)

৫. কোয়েল চক্রবর্তী : ওন্দা হাই স্কুল (বাঁকুড়া)

৬. দিৎসা সূত্রধর : দিনহাটা সোনি দেবী জৈন হাই স্কুল (কোচবিহার)

৭. সোমনাথ পাল : বাঁকুড়া গোয়েন্‌কা বিদ্যায়তন

৮. প্রভাত দত্ত : সোনামুখী বি জে হাই স্কুল

৯. খন্দকার মুসাব নওয়াজ : দক্ষিণদিহি হাই স্কুল (হুগলি)

১০. অদিতি সাহানা : দিনহাটা সোনি দেবী জৈন হাই স্কুল (কোচবিহার)

১১. মিষ্টু পাত্র : পাথরপ্রতিমা হাই স্কুল (দক্ষিণ ২৪ পরগনা)


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ