জেলা 

WBCHSE Results 2022: ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি পথশিশুদের জন্য কাজ করার অঙ্গীকার করলেন উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অদিশা দেবশর্মা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন কোচবিহারের দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুলের ছাত্রী অদিশা দেবশর্মা। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চান অদিশা। উচ্চ মাধ্যমিকে প্রথম হয়ে কিছুটা বিস্মিত অদিশা। তিনি বলছেন, ‘‘আমি মাধ্যমিকে ৬৭৮ পেয়েছিলাম। তার পর উচ্চ মাধ্যমিকে প্রিয় বিষয়গুলো নিয়ে পড়েছিলাম। বাবা-মা আমাকে প্রেরণা দিয়েছিলেন। তবে কেউ পড়াশোনা নিয়ে কখনও জোর খাটায়নি আমার উপর। অনলাইন ক্লাসের সময় স্কুলের শিক্ষকরাও আমাদের খুব সাহায্য করেছেন। আমি ভাল ফল করব, এই আত্মবিশ্বাস ছিল। তবে ভাবতে পারিনি এত ভাল ফল হবে।’’

সবচেয়ে বড় বিষয় হলো এই প্রথম কোনো উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারী বললেন পথশিশুদের জন্য কিছু করতে চাই। আদিশার এই সংকল্প বাস্তব হবে কিনা তা ভবিষ্যৎ বলবে, তবে এটা স্পষ্ট হয়েছে আগামী দিনে এই মেয়েটি সমাজের জন্য কিছু অঙ্গীকার করলেন । সাধারণত প্রথম স্থান দখল করার পর ছেলেমেয়েরা বলে  থাকেন তারা চিকিৎসক কিংবা ইজ্ঞিনিয়ার হবেন ।

Advertisement

অদিশার বাবা তপন দেবশর্মা পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক। মা ইন্দিরা দেবশর্মা পেশায় স্বাস্থ্যকর্মী। দিনহাটার ১১ নম্বর ওয়ার্ডের বলরামপুর রোডের বাসিন্দা অদিশা। তিনি বলছেন, ‘‘উচ্চ মাধ্যমিকে আমার ন’জন শিক্ষক ছিলেন। ভবিষ্যতে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। পথশিশুদের জন্যও কিছু করতে চাই।’’


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ