কলকাতা 

Abhishek Banerjee: ‘লোকে দেখছে, তাঁরা জানে কে আসলে ‘লাল দাগ টপকাচ্ছেন’ রাজ্যপালকে পাল্টা কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রবিবার সকালেই টুইট করে রাজ্যপাল বলেছিলেন এক সাংসদ সীমা ছাড়াচ্ছেন। আর বিকালে সেই টুইটের উত্তর দিলেন‘লাল দাগ কে টপকাচ্ছেন, তা কিন্তু জনসাধারণ দেখছে’ এভাবেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার শিলিগুড়িতে নাম না করে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেককে নিশানা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। অভিযোগ করলেন, বিচারপতিকে আক্রমণ করে নিজের সীমা অতিক্রম করেছেন সাংসদ।

বিকেলেই রাজ্যপালকে জবাব দিয়ে টুইট করেন অভিষেক। তিনি লেখেন, ‘আমি সবসময় ক্ষমতার কাছে সত্য কথা বলতে বিশ্বাসী। গতকাল আমি বলেছিলাম যে কীভাবে কিছু ব্যক্তিকে রক্ষা করার জন্য কলকাতা হাইকোর্টের এক শতাংশ কেন্দ্রের সঙ্গে যৌথভাবে কাজ করছেন। লোকে দেখছে, তাঁরা জানে কে আসলে ‘লাল দাগ টপকাচ্ছেন’।’

Advertisement

গতকাল শনিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় একটি জনসভা অভিষেক বলেন, ‘‘আমার বলতেও লজ্জা লাগে, বিচার-ব্যবস্থায় এক জন দু’জন এমন আছেন, যাঁরা যোগসাজশে কাজ করছেন। তল্পিবাহক হিসেবে কাজ করছেন। কিছু হলেই সিবিআই দিয়ে দিচ্ছেন। খুনের মামলায় স্থগিতাদেশ দিয়ে দিচ্ছেন! ভাবতে পারেন! আপনি অভিযুক্তকে নিরাপত্তা দিতে পারেন। কিন্তু মামলায় স্থগিতাদেশ দিতে পারেন না।’’


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ