কলকাতা 

দলের মর্যাদাকে বিসর্জন দিয়ে কোনো কাজ করবে না কংগ্রেস হাইকমান্ড, প্রদেশ কংগ্রেসের সিদ্ধান্তেই সিলমোহর দেবে এআইসিসি সোমেন-রাহুলের বৈঠকে সিদ্ধান্ত

শেয়ার করুন
  • 70
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : দলের মর্যাদা বিসর্জন দিয়ে  কোনও কাজ নয়। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রকে এ কথায় বলেছেন।  একইসঙ্গে রাহুল গান্ধী  প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে বলেছেন, তাঁদের সিদ্ধান্তকেই অনুমোদন দেবে হাইকমান্ড। রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের কাছে একথা  বলেন সোমেন মিত্র।

সঙ্গে ছিলেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য, অধীর চৌধুরী-সহ অনেকেই।রাজ্যে দলকে কোমর সোজা করে দাঁড়াতে হবে। রাহুল গান্ধী বলেছেন প্রদীপ ভট্টাচার্যকে। রাহুল গান্ধীর সঙ্গে দিল্লিতে এদিন বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি-সহ অনেকেই। সেখানেই এই কথা হয়। প্রদীপ ভট্টাচার্য জানান, সম্মান ক্ষু্ণ্ণ করে কোনও কাজ নয়। দলকে শক্তিশালী করার কথা বলেছেন রাহুল গান্ধী।

Advertisement

কংগ্রেস নিজের পায়ে দাঁড়াক। মাথা উঁচু করে কাজ করুক। এমনটাই বলেছেন রাহুল। সাংবাদিকদের জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। রাহুল গান্ধী নিজেই পশ্চিমবঙ্গে আসবেন বলে জানিয়েছেন, সোমেন মিত্র।রাহুল গান্ধীকে প্রদেশ কংগ্রেসের তরফে জানানো হয়েছে, রাজ্যে কংগ্রেসকে নিজের পায়ে দাঁড়িয়ে শক্তিশালী করার লক্ষে নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।


শেয়ার করুন
  • 70
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five + four =