দেশ 

Congress : বিজেপি আরএসএস-এর দেশজুড়ে বিভাজনের নীতির বিরুদ্ধে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ‘ভারত জোড়ো’ কর্মসূচির ডাক কংগ্রেসের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরী : বিজেপি আরএসএস-এর দেশজুড়ে বিভাজনের নীতির বিরুদ্ধে এবার রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে চলেছে কংগ্রেস দল। রাজস্থানের উদয়পুরে আয়োজিত চিন্তন শিবিরে এই সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস নেতৃত্ব। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনের ৮০ বছর পূর্তি উপলক্ষে কংগ্রেস দল ভারত জড়ো কর্মসূচি নিয়েছে। আগামী দোসরা অক্টোবর থেকে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এই কর্মসূচি পালন করবে কংগ্রেস দল।

কংগ্রেসের চিন্তন শিবিরে সিদ্ধান্ত হয়েছে একটি পরিবার থেকে একজনই সাংসদ বিধায়ক হতে পারবেন। একই পরিবারের একাধিক ব্যক্তিকে সাংসদ বিধায়ক করা যাবে না। চিন্তন শিবিরে প্রস্তাব পাস হয়েছে কংগ্রেস দল থেকে রাজ্যসভায় কোন ব্যক্তিকে দুবার এর জন্য নির্বাচিত করা হবে। তবে  বিশেষ কোনো ব্যক্তির ক্ষেত্রে এই সিদ্ধান্ত পাল্টাতে পারে। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী স্পষ্ট দলীয় কর্মীদের নির্দেশ দেন আমাদের লড়াই হবে মতাদর্শের লড়াই। কংগ্রেস কি পেল? আর কি পেলো না ? সেটা বড় কথা নয় বড় বড় কথা হচ্ছে এদেশের ধর্মনিরপেক্ষ আদর্শকে এদেশের নীতিকে এদেশের সংহতিকে এদেশের সম্প্রীতি বজায় রাখা। সোনিয়া গান্ধীর স্পষ্ট নির্দেশ আরএসএসের বিরুদ্ধচারণ আমাদের করতে হবে ধর্মনিরপেক্ষ শক্তির সঙ্গে আমাদেরকে জোট বাধতে হবে। তবে মনে রাখতে হবে কংগ্রেস একমাত্র বিজেপির বিকল্প অন্য কোন দল বিকল্প হতে পারবে না।

Advertisement

সোনিয়া গান্ধীর কথার পুনরাবৃত্তি দেখা গেল রাহুল গান্ধীর বক্তব্যে স্পষ্ট বলেছেন, কোন আঞ্চলিক দলের পক্ষে সম্ভব নয় বিজেপির বিরুদ্ধে লড়াই করা বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হলে একমাত্র কংগ্রেসী বিকল্প হতে পারে। একইসঙ্গে তিনি এও স্বীকার করে নেন যে কংগ্রেস নেতারা মানুষের কাছ থেকে দূরে সরে গেছে। ফলে সংকট তৈরি হয়েছে। তিনি কংগ্রেস নেতাদের উদ্দেশ্যে বলেন, আমাদের সকলকে মানুষের কাছে যেতে হবে মানুষকে বোঝাতে হবে, মানুষকে সঙ্গে নিতে হবে এবং আগামী দিনের যে দুর্দশা দেশের মানুষের সামনে আসতে চলেছে তার বর্ণনা দিতে হবে, ঘাম ঝরাতে হবে সোশ্যাল মিডিয়ায় ও টিভি চ্যানেলে বসে গরম গরম বক্তব্য দিলে হবে না মানুষের সামনে যেতে হবে মানুষের সমস্যাকে বুঝতে হবে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ