জেলা 

Al Amin Mission : উলুবেড়িয়ায় আল-আমিন মিশনের নতুন বিল্ডিংয়ের উদ্বোধন করলেন মন্ত্রী পুলক রায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এম এ মনু : আল আমিন মিশনের নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন করেন মাননীয়  রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়।এস ডি ও শমীক কুমার ঘোঘ, ভাইস চেয়ারম্যান এনামুর রহমান,আজিজুর রহমান মোল্লা রেনবো হাসপাতালের কর্ণধার।হাওড়া জেলা পরিষদ সামসুর রহমান প্রমুখ, সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মহাম্মদ আলী।

উল্লেখ্য, আল-আমিন মিশন আগে ভাড়া বাড়িতে ক্লাস করত। রেনবো হাসপাতাল কর্তৃপক্ষ এই জমিটি আল আমিন মিশন ট্রাস্ট কে দান করেছে। সেই দান করা জায়গার উপরে আলামিন মিশন এই ভবন তৈরি করেছে। এই ভবনটি গতকাল রবিবার সন্ধ্যায় দ্বারোদ্ঘাটন করেন রাজ্যের মাননীয় পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়।

Advertisement

এ প্রসঙ্গে আল আমিন মিশন‌ ট্রাস্টের সাধারন সম্পাদক এম নুরুল ইসলাম বলেন‌, তাদের প্রতিষ্ঠানের ৩৬ বছরের ইতিহাসে রাজ্যের ৫২ হাজার পরিবার ‌যুক্ত আছেন। তিনি বলেন,বর্তমানে তাঁদের মোট সত্তরটি হোস্টেল ক্যাম্পাসে ১৮ হাজার ছাত্র ছাত্রী পড়াশোনা করে থাকে।

তাঁদের প্রতিষ্ঠান তাঁদের ছাত্র-ছাত্রীদের মধ্যে এক বড় অংশ পাশ করে রাজ্য প্রশাসন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ করছে। উদ্বোধন হওয়া ছতলার এই ক্যাম্পাস প্রসঙ্গে তিনি বলেন, এই ক্যাম্পাসে একাদশ থেকে নীট পর্যন্ত চারশো ছাত্রীরা থাকবে।

এক বিঘে এলাকাজুড়ে এই জায়গাটি রেনবো প্রতিষ্ঠান বিনামূল্যে দেওয়াই তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ