দেশ 

গ্যাস-পোট্রো-পণ্যের পর এবার ১৯ টি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়াল কেন্দ্র, মধ্যবিত্ত সমাজে নভিশ্বাস ওঠার জোগাড়

শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : গ্যাস ও পোট্রো-পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে যখন সাধারণ সংকটে পড়েছে ঠিক তখনই কেন্দ্রীয় সরকার অতিরিক্ত শুল্ক বাড়িয়ে বেশ কয়েকটি পণ্যে দাম বাড়াল । এর ফলে মূদ্রাস্ফীতি আরও বৃদ্ধি পাবে ওয়াকিবহাল মহল মনে করছে ।

সবমিলিয়ে মোট ১৯টি পণ্যের উপরে অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছে। বেশিরভাগ পণ্যেই ১০ শতাংশ থেকে বাড়িয়ে তা ২০ শতাংশ করা হয়েছে। এর ফলে আমদানিতে যেমন কিছুটা রাশা টানা যাবে, তেমনই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বা আর্থিক ঘাটতিও কিছুটা দূর হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ২৬ সেপ্টেম্বর মধ্যরাত অর্থাৎ ২৭ সেপ্টেম্বর থেকেই এই দাম কার্যকর হবে। যে পণ্যগুলির দাম বাড়ানো হয়েছে তার আমদানিকৃত মূল্য ৮৬ হাজার কোটি টাকা বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে জানা গিয়েছে।

Advertisement

কোন কোন জিনিসের  দাম বাড়ছে তা দেখে নেওয়া যাক ।

এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন (১০ কেজির নিচে) এসি-ফ্রিজের কমপ্রেসর,

স্পিকার, জুতো, রেডিয়াল কার টায়ার নন ইন্ডাস্ট্রিয়াল ডায়মন্ড, ডায়মন্ড (সেমি

প্রসেসড), ল্যাবে তৈরি ডায়মন্ড কাটা ও পালিশ করা রত্ন গয়নার সামগ্রী, দামী

ধাতু সোনা ও রুপোর জল করা জিনিস শাওয়ার বাথ, সিঙ্ক, ওয়াশ বেসিন

প্লাস্টিকের বক্স, কেস, কন্টেনার, বোতল, ইনসুলেটেড ওয়্যার টেবলওয়্যার,

কিচেনওয়্যার, প্লাস্টিকের অন্যান্য ঘরোয়া সামগ্রী অফিসে ব্যবহার করা

প্লাস্টিকের সামগ্রী, ফার্নিচার ফিটিং, রঙীন প্লাস্টিকের চাদর, হাতের বালা ট্রাঙ্ক,

সুটকেস, ব্রিফকেস, ট্রাভেল ব্যাগ বিমানে উড়ানের জ্বালানি


শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × three =