নামাজ পড়ার জন্য কী মসজিদ জরুরি ? তা নিয়ে আজ শীর্ষ আদালতের রায়, প্রভাব পড়বে বাবরি মসজিদ রায়েও
বাংলার জনরব ডেস্ক : ইসলাম ধর্মালম্বীদের নামাজ় পড়ার জন্য মসজিদ কি খুবই জরুরি ? না কি মসজিদ ছাড়াও অন্যত্র নমাজ় পড়া যায় ? বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি পুনর্বিচেনার মামলায় সুপ্রিম কোর্ট কী রায় দেয় ,তার উপর নির্ভর করছে অযোধ্যায় রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার রায় দান।
১৯৯৪ সালে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে, নমাজ় মসজিদ ছাড়াও অন্যত্র পড়া যেতে পারে। তাই সরকার যদি মনে করে তাহলে যে জমিতে মসজিদ রয়েছে তা অধিগ্রহণ করতে পারে। কিন্তু, বিভিন্ন মুসলিম সংগঠনের তরফে এই রায় পুনর্বিবেচনার জন্য শীর্ষ আদালতে আবেদন করা হয়েছে। সেই আবেদনের ভিত্তিতে ১৯৯৪ সালের রায়টি পুনর্বিবেচনা করা হবে কি না, তা নিয়ে আজ শীর্ষ আদালত সিদ্ধান্ত নেবে।
যদি সুপ্রিম কোর্ট বিভিন্ন মুসলিম সংগঠনের দাবি মেনে এই রায় পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নেয়, তবে রাম জন্মভূমি-বাবরি মসজিদ সংক্রান্ত মূল মামলাটির রায় দান পিছিয়ে যাবে। সেক্ষেত্রে নামাজ় পাঠের বিষয়টির নিষ্পত্তি হওয়ার পরেই রাম জন্মভূমি-বাবরি মসজিদ সংক্রান্ত মূল মামলাটি নিয়ে রায় দেবে শীর্ষ আদালত।