দেশ 

Abhishek Banerjee: ব্যক্তিগত কারণে হাজির হতে পারছি না, ইমেল করে ইডি-কে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আজ মঙ্গলবার দিল্লিতে কয়লা পাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ( ইডি)-র সদরদপ্তর দিল্লিতে হাজিরা দেয়ার নির্দেশ দিয়েছিলেন এ কেন্দ্রীয় সংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায় কে। এই নির্দেশের উপরে স্থগিতাদেশ চেয়ে গতকাল সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আইনজীবীরা। কিন্তু সুপ্রিম কোর্টে মামলা শুনতে তাৎক্ষণিকভাবে রাজি ছিল না। ফলে স্বাভাবিক নিয়মে আজ মঙ্গলবার দিল্লির সদরদপ্তরে ইডির দিল্লির সদর দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর।

কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ইমেইল করে ইডি জানিয়েছে ব্যক্তিগত কারণে তিনি আজ হাজিরা দিতে পারছেন না।

Advertisement

গত সপ্তাহেই অভিষেক দিল্লিতে ইডি-র সদর দফতরে তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন। তবে তাঁর স্ত্রী রুজিরাকে সমন করা হলেও তিনি আসেননি। ইডি-র সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন অভিষেক-রুজিরা। তাঁদের হয়ে সোমবার আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি এবং কপিল সিব্বল প্রধান বিচারপতির সামনে ওই মামলার উল্লেখ করে দ্রুত শুনানির অনুরোধ জানান। কিন্তু প্রধান বিচারপতি এনভি রমণা সোমবার শুনানিতে রাজি হননি। তিনি জানান, দ্রুত শুনানির বিষয়টি বিবেচনা করবেন। কিন্তু কবে শুনানি হবে, তা নির্দিষ্ট করে কিছু বলেননি।

ফলে মঙ্গলবার দিল্লিতে ইডি-র সদর দফতরে অভিষেককে সমনও বহাল রয়েছে। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে মঙ্গলবার হাজির হতে পারবেন না বলে ইডি-কে ইমেলে জানিয়েছেন অভিষেক।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ