আমেঠি লোকসভা কেন্দ্রে স্মৃতি ইরানীর মুখোমুখি কংগ্রেস প্রার্থী কিশোরীলাল শর্মা! কে এই কিশোরী লাল শর্মা? কী তাঁর পরিচয়?
বাংলার জনরব ডেস্ক : আমেঠি লোকসভা কেন্দ্র থেকে লড়াই করবেন না রাহুল গান্ধী। রাহুলকে এবার কংগ্রেস প্রার্থী করেছে তার মা সোনিয়া গান্ধীর ছেড়ে আসা আসন রায়বেরেলি থেকে। তবে আমেঠি লোকসভা কেন্দ্রে যাকে প্রার্থী করা হয়েছে তিনি দীর্ঘদিন ধরে এই কেন্দ্রের পর্যবেক্ষক ছিলেন কংগ্রেসের। গান্ধী পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ কে এল শর্মা যার পুরো নাম কিশোরী লাল শর্মা, রাজীব গান্ধীর ঘনিষ্ঠ ছিলেন। ১৯৮৩ সালে রাজীব গান্ধী যখন এই কেন্দ্র থেকে দ্বিতীয়বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন সেই সময় থেকে রাজীবের ম্যানেজার হিসাবে তিনি এই কেন্দ্রের কাজ কর্ম দেখভাল করতেন। তিনি পাঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা ।তিনি কংগ্রেস দল ও রায়বরেলিতে সোনিয়া গান্ধীর অনুপস্থিতিতে ম্যানেজার থেকেছেন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ঘনিষ্ঠ ছিলেন। ১৯৯১ সালে তাঁর মৃত্যুর পর গান্ধী পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক আরও মজবুত হয়। ১৯৮৩ সালে প্রথম অমেঠিতে আসেন কে এল শর্মা। সেই সময় থেকেই এই কেন্দ্রে কংগ্রেসের হয়ে কাজ করছেন তিনি।
২০১৯ সাল পর্যন্ত গান্ধী পরিবারের আধিপত্য বজায় ছিল আমেঠিতে। কিন্তু, সেবার বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে হেরে যান রাহুল। যা ছিল কংগ্রেসের কাছে বড়সড় ধাক্কা। প্রায় ৫৫ হাজার ভোটে জিতেছিলেন স্মৃতি। তার আগে ২০০৪ থেকে ২০১৯ সালে পর্যন্ত অমেঠির সাংসদ ছিলেন রাহুল। তাঁর বাবা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীও অমেঠি থেকে ১৯৮১ সাল থেকে ১৯৯১ সালে তাঁর প্রয়াণকাল পর্যন্ত সাংসদ ছিলেন। ১৯৯৯ সালে এই আসনে লড়েছিলেন সনিয়া। পরে তিনি ২০০৪ সালে এই কেন্দ্র ছেড়ে দেন রাহুলকে। রাহুল এই মুহূর্তে কেরলের ওয়েইনাড কেন্দ্রের বিদায়ী সাংসদ। এই আসন থেকে এবারও প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। অন্যদিকে, এবারও অমেঠি কেন্দ্র থেকেই লড়াই করছেন স্মৃতি ইরানি।