কলকাতা 

Mamata Banerjee: কেন্দ্রের বিজেপি সরকার ‘বিচারব্যবস্থা, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করে দেশের গণতন্ত্রের উপর আঘাত হানছে!’ এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিজেপি বিরোধী দলগুলির নেতা ও মুখ্যমন্ত্রীদের চিঠি মমতার

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রে বিজেপি সরকার দেশের গণতন্ত্রের উপর আঘাত হানছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো কে ভেঙে দিচ্ছে। কেন্দ্রীয় এজেন্সিগুলোকে কাজে লাগিয়ে বিরোধীদল শাসিত সরকার গুলিতে নানাভাবে হেনস্তা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এ বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হওয়ার জন্য দেশের সব বিরোধী নেতা এবং ও বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী দের চিঠি দিয়ে বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন।চিঠিতে মমতা লিখেছেন, ‘আমি সকলের কাছে আবেদন জানাতে চাই, আসুন আমরা একজোট হয়ে একটি বৈঠকে বসি। সময়ের দাবি মেনে এই অত্যাচারী সরকারের বিরুদ্ধে সমস্ত প্রগতিশীল শক্তিকে জোট বাঁধতে হবে।’

ওই চিঠিতে তিনি অভিযোগ করেছেন, ‘রাজনৈতিক বিরোধীদের কোণঠাসা করতে ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার করছে কেন্দ্রের বিজেপি সরকার।’

Advertisement

তিনি আরও লিখেছেন, ‘যে ভাবে বিজেপি শাসিত রাজ্যের মু্খ্যমন্ত্রীরা আদালতের নির্দেশকেও উড়িয়ে দিচ্ছেন, তা আমার কাছে বেদনাদায়ক।’ বিচারব্যবস্থার উপর পূর্ণ আস্থা জানিয়েও মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘কিছু রাজনৈতিক হস্তক্ষেপের কারণে সাধারণ মানুষ সুবিচার থেকে বঞ্চিত থাকছেন, যা গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক সঙ্কেত। একাধিক বার বিচারব্যবস্থার অংশ বিশেষকে প্রভাবিত করে বিজেপি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত হানছে।’ মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদলের নেতা ও অবিজেপি শাসিত মুখ্যমন্ত্রী দের কাছে অনুরোধ করেছেন, ‘বিরোধী রাজনৈতিক দল হিসেবে এটা আমাদের কর্তব্য, কৃতকর্মের জন্য কেন্দ্রের বিজেপি সরকারের দায়বদ্ধতা স্থির করার। বিরোধী কণ্ঠস্বরকে দমনের হাত থেকে বাঁচানো।’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ