কলকাতা 

Anubrata Mandal: আইনি রক্ষাকবচ প্রশ্নে একক বেঞ্চের সিদ্ধান্তকেই বহাল রাখল প্রধান বিচারপতির নেতৃত্বধীন ডিভিশন বেঞ্চ, গরু পাচার মামলায় সমন পাঠাতে আর বাধা নেই সিবিআইয়ের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : রামপুরহাটের বগটুই এর ঘটনায় এমনিতে চাপের মধ্যে তিনি আছেন,এর মাঝে গরু পাচার মামলায় আরো বেশি অস্বস্তিতে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তাঁকে ‘রক্ষাকবচ’ দিল না কলকাতা হাই কোর্ট। আজ মঙ্গলবার এই রায় দিলো প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। উচ্চ আদালত নির্দেশ দেয়, এই মামলায় একক বেঞ্চ যে রায় দিয়েছে, তা বহাল থাকবে। অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করলে এ বার তাঁকে যেতেই হবে সিবিআইয়ের কাছে।

গরু পাচার মামলায় চার বার অনুব্রতকে নোটিস দিয়েছিল সিবিআই। কিন্তু তাঁকে গ্রেফতার করা হতে পারে, এই আশঙ্কায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। এর আগে বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চ অনুব্রতর রক্ষাকবচের আবেদন খারিজ করে দেয়।
এর আগে একক বেঞ্চের শুনানিতে অনুব্রত মণ্ডলের আইনজীবী বিবেক তনখা বলেন, ‘‘অনেক তদন্তে দেখা গিয়েছে সিবিআই সাক্ষী হিসাবে ডেকে গ্রেফতার করে নেয়। এ ক্ষেত্রে সেই অভিসন্ধি না থাকলে আদালতের কাছে তা পরিষ্কার করুক সিবিআই। তারা জানাক শুধু বয়ান রেকর্ড করেই ছেড়ে দেবে। অনুব্রতকে গ্রেফতার করা হবে না।’’ বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, ‘‘বার বার আদালতকে ঢাল হিসাবে ব্যবহার করা যাবে না। কোনও তদন্তে আদালত এ ভাবে সিবিআইয়ের হাত বাঁধতে পারে না।’’

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ