কলকাতা 

Rampurhat Clash: ‘শকিং’! রামপুরহাটে পুড়িয়ে মারার ঘটনার মামলা গ্রহণ করে মন্তব্য হাই কোর্টের প্রধান বিচারপতির, আজই শুনানি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রামপুরহাটের বগটুইয়ে আট জন গ্রামবাসীর ঝলসে মৃত্যুর ঘটনাকে ‘খুবই শকিং’ বলে মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। তিনি বলেন, “এটি একটি সিরিয়াস ক্রাইম। শিশু-সহ আট জনের মৃত্যু হয়েছে। কয়েকটি বাড়িতে আগুন লাগে।”

প্রধান বিচারপতি আরও বলেন, “বগটুইয়ের কী হয়েছে সেই ঘটনার তদন্ত হওয়া উচিত। যারা দোষী, তাদের যথাযথ শাস্তি হওয়া উচিত। কাউকে ছাড়া হবে না।” ইতিমধ্যেই বগটুইয়ের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে কলকাতা হাই কোর্ট। এই ঘটনায় এক সঙ্গে অনেকগুলি মামলা হয়েছে। দুপুর ২টোয় সেই মামলার শুনানি হবে।

Advertisement

সোমবার সন্ধ্যায় বড়শাল গ্রামপঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হন। তার কয়েক ঘণ্টায় ব্যবধানেই মঙ্গলবার সকালে বগটুইয়ের পশ্চিমপাড়ায় শিশু এবং মহিলা-সহ এক সঙ্গে আট জনের ঝলসানো দেহ উদ্ধার করে পুলিশ। তার পর থেকেই উত্তপ্ত বগটুই। চলছে রাজনৈতিক চাপানউতর।

এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে ১১ জন গ্রেফতার হয়েছেন ভাদু শেখ খুনের ঘটনায়, বাকিদের অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। সবাইকেই বুধবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে।

অন্য দিকে, এই ঘটনার তদন্তের দাবি জানিয়ে বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে চিঠি দিয়েছে জাতীয় শিশু অধিকাররক্ষা কমিশন। চিঠিতে কমিশন জানিয়েছে, এই ঘটনায় তদন্তের পর তিন দিনের মধ্যে সেই রিপোর্ট কমিশনের কাছে জমা দিতে হবে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ