কলকাতা 

Jagdeep Dhankhar and Mamata Banerjee: রামপুরহাটে সঞ্জু শেখের পরিবারের ছয়জনকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার পর, দর্শক হয়ে রাজভবনে বসে থাকতে পারি না, মুখ্যমন্ত্রীকে পাল্টা চিঠি দিয়ে বললেন রাজ্যপাল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বীরভূমের রামপুরহাটের বগটুইয়ে ১০ জনের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় ক্ষোভ ব্যক্ত করে রাজ্যপাল জগদীপ ধনকড় বলেছিলেন রাজ্যজুড়ে অরাজকতা চলছে। এর পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে কে চিঠি দিয়ে বলেছিলেন আপনার এই মন্তব্যের আমি ব্যথিত এবং এতে প্রশাসনের কাজে ব্যাঘাত ঘটবে।

এরপর আজ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি এই চিঠিতে লিখেছেন, এমন ঘটনার পর তিনি চুপ থাকতে পারেন না। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে রাজ্যপাল লেখেন, তাঁর বিরুদ্ধে আবারও অভিযোগের মনোভাব প্রকাশ করেছেন মমতা।

Advertisement

কিন্তু যে রামপুরহাটের বগটুইয়ে সঞ্জু শেখের পুরো পরিবার— ছ’জন মহিলা এবং দুটো শিশুকে পুড়িয়ে দেওয়ার পর রাজ্যপাল হিসেবে তিনি চুপ থাকতে পারেন না। মঙ্গলবার মুখ্যমন্ত্রী তাঁকে চিঠি দিয়ে সংযত থাকার কথা বলেছিলেন। জানিয়েছিলেন রাজ্যপাল হিসাবে রামপুরহাট-কাণ্ড নিয়ে তিনি যে মন্তব্য করেছেন তা সমীচীন নয়। কারণ, এখন ঘটনার তদন্ত করছে প্রশাসন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ