কলকাতা 

রাজ্য সরকারের কর্মচারীদের জুলাই মাসে বেতন বাড়ছে ইঙ্গিত বাজেটে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজ্য সরকারের বাজেট বরাদ্দ সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য মাত্র এক হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে বলে জানা গেছে। ওয়াকিবহাল মহল বলছে এই এক হাজার কোটি টাকা বরাদ্দের মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়েছে যে আগামী জুলাই মাসে সরকারি কর্মচারীদের বেতন বাড়বে এ নিয়ে কোন সন্দেহ নেই। কিন্তু মহার্ঘ ভাতা দেয়া হবে কিনা সে ব্যাপারে সরকারের বাজেটে কোন স্পষ্ট ইঙ্গিত নেই।

শুক্রবার বিধানসভায় ২০২২-২৩ অর্থবর্ষের জন্য যে বাজেট পেশ করা হয়েছে, তাতে বেতন খাতে বরাদ্দ অর্থের পরিমাণেই সে বিষয়ে ইঙ্গিত মিলেছে বলেই খবর। বাজেট প্রস্তাবে বেতন খাতে বরাদ্দ বৃদ্ধি পরিমাণ প্রায় এক হাজার কোটি টাকা। বর্তমান অর্থবর্ষে এখনও রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার (ডিএ) হার বৃদ্ধির ঘোষণা হয়নি। যা নিয়ে ক্ষোভ রয়েছে সরকারি কর্মচারি ইউনিয়নগুলির। কিন্তু বাজেটে বাৎসারিক বেতন বৃদ্ধির ইঙ্গিতে সেই ক্ষোভ অনেকটাই কমে যেতে পারে বলেই মনে করছে প্রশাসনের শীর্ষকর্তারা।

Advertisement

নিয়মমাফিক সরকারি কর্মীদের তিন শতাংশ হারে বেতন বৃদ্ধি হয়। সরকারি কর্মীদের এখন যা বেতন, তার থেকে এক শতাংশ বৃদ্ধির জন্য মাসে প্রয়োজন হবে বাড়তি ৬৪ কোটি টাকা। বেতনের জন্য এক বছরে ৭৬৮ কোটি টাকা বাড়তি খরচ হবে। ফলে মূল বেতনের সঙ্গে তিন শতাংশ হারে বৃদ্ধিতে খরচ হতে পারে বছরে প্রায় দু’হাজার ৩০০ কোটি টাকা। বাজেট প্রস্তাবে ২০২২-২৩ অর্থবর্ষে বেতন খাতে ৬০ হাজার ৫২৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এটা গত অর্থবর্ষের খরচের তুলনায় প্রায় এক হাজার কোটি টাকা বেশি। ২০২১-২২ আর্থিক বছরের বরাদ্দ ছিল ৫২ হাজার ৯০৪ কোটি টাকা। অথচ ৫৬ হাজার ৬৪৩ কোটি টাকা খরচ হয়েছে।

সূত্রের খবর, ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে পশ্চিমবঙ্গ সরকারের সরকারি কর্মীদের বর্ধিত হারে বেতন প্রদান শুরু হয় ২০২০ সালের জানুয়ারিতে। এর জন্য জারি হওয়া অর্থদফতরের রোপা ১৯-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল,প্রতি বছর পয়লা জুলাই বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে। সেই নিয়ম মেনেই বেতন বৃদ্ধি হতে পারে বলেই খবর। কিন্তু সেই বিজ্ঞপ্তিতে ডিএ বৃদ্ধি কিংবা ঠিক কোন হারে বছরে বেতন বৃদ্ধি হবে, তার কোনও উল্লেখ ছিল না।

কো-অর্ডিনেশন কমিটির নেতা বিজয়শঙ্কর সিংহ বলেন, ‘‘তিন শতাংশ হারে বেতন বৃদ্ধি সরকারি নিয়মেই বলা হয়েছে। কিন্তুআমাদের ডিএ এখনও ২৮ শতাংশ বাকি। সরকার এখনও এ বিষয়ে যে কথা বলছে তা আমরা মানছি না। কেন্দ্র ও রাজ্যের নীতির জন্য এই ঘটনা ঘটছে। দ্রব্যমূল্য বৃদ্ধির ওপর ডিএ নির্ধারিত হয়। কেন্দ্রীয় সরকার ৩১ শতাংশ ডিএ দিয়ে দিয়েছে। অধিকাংশ রাজ্যও তা মেনে নিয়েছে। দু একটি রাজ্যে হয়তো হয়নি।’’তাই মহার্ঘ ভাতা-সহ ১৩টি দাবি নিয়ে কো-অর্ডিনেশন কমিটি ২৮-২৯ মার্চ ধর্মঘটে সামিল হবে বলেও জানিয়ে দিয়েছেন।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ