কলকাতা 

Mamata Banerjee: উত্তরপ্রদেশে জিতেই গিফট কার্ড নিয়ে এল বিজেপি! ইপিএফে সুদ হ্রাসে কটাক্ষ মমতার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : উত্তর প্রদেশ সহ পাঁচ রাজ্যের ভোটের কারণে পেট্রোপণ্যের দাম থেকে শুরু করে গ্যাসের দাম সবকিছু খুব একটা বাড়েনি। কিন্তু পাঁচ রাজ্যের মধ্যে চার রাজ্যে ক্ষমতা পাওয়ার পরে বিজেপি দল আবার পেট্রোপণ্যের দাম বৃদ্ধি ইঙ্গিত দিয়েছে। দেশের প্রধানমন্ত্রী এ বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। এদিকে গতকালই ই পি এফ এর সুদের হার কমানো হয়েছে। তা নিয়ে ইতিমধ্যে কংগ্রেসসহ বিরোধী দলগুলি তীব্র সমালোচনা করেছে মোদি সরকারের।

আর এই ইস্যুতে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মমতা লেখেন, ‘উত্তরপ্রদেশের ভোটে জয়লাভের পরই গিফট কার্ড নিয়ে এল বিজেপি সরকার! গত চার দশকে কর্মচারীদের আমানত তহবিলে সুদের হার সবচেয়ে নিচে নামিয়ে আনা হয়েছে।’ তিনি আরও লেখেন, ‘এর ফলে মহামারির পর দেশের মধ্য ও নিম্ন মধ্যবিত্ত কর্মচারীদের উপর আর্থিক চাপ বাড়বে।’ মমতার সাফ বক্তব্য, ‘জনবিরোধী, শ্রমিক-বিরোধী পদক্ষেপটি বর্তমান কেন্দ্রীয় সরকারের আসল রূপ প্রকাশ করেছে। কৃষক, শ্রমিক এবং মধ্যবিত্তদের স্বার্থ দেখার পরিবর্তে এই সরকার বৃহৎ পুঁজির স্বার্থ সমর্থন করে।’

Advertisement

প্রসঙ্গত, পাঁচ রাজ্যের বিধানসভা ভোট মিটতেই জ্বালানীর দাম বাড়ার আশঙ্কা করেছিলেন অনেকে। কিন্তু এখনও তা বাড়েনি। এর মধ্যে শনিবার জানা যায়, ২০২১-২২ অর্থবর্ষে ইপিএফ-এর সুদের পরিমাণ সাড়ে ৮ শতাংশ থেকে কমে সুদের পরিমাণ হতে চলেছে ৮.১ শতাংশ। ফলে অনেকেই আশঙ্কা করেছেন, এর ফলে মধ্যবিত্তের সঞ্চয়ে কোপ পড়তে চলেছে। শীঘ্রই অর্থ মন্ত্রকের কাছে ইপিএফ কমিটি এই প্রস্তাব দিতে চলেছে বলে সংবাদ সংস্থা পিটিআই জানায়।https://twitter.com/MamataOfficial/status/1502888359798407170?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1502888359798407170%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fwest-bengal%2Fmamata-banerjee-says-that-after-the-vote-victory-in-up-bjp-government-comes-out-with-its-gift-card-immediately-dgtl%2Fcid%2F1333421

এর পরই বিরোধীরা অনেকে সরব হন। এ বার মমতাও তা নিয়ে সুর চড়ালেন কেন্দ্রের বিরুদ্ধে। এই বিষয়ে এক জোট হয়ে প্রতিবাদ করার ডাকও দেন তৃণমূলনেত্রী।

তৃণমূল সূত্রে খবর, এ নিয়ে রাস্তাতে নেমেও আন্দোলন করবে দল। এর প্রতিবাদে শীঘ্রই দলের শীর্ষ স্থানীয় নেতাদের নিয়ে মিটিং, মিছিল হতে পারে কলকাতায়। এ ছাড়া কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সংসদেও দলের প্রতিনিধিদের সরব হওয়ার নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ