আন্তর্জাতিক 

পাক প্রধানমন্ত্রীর অনুরোধ মেনে দ্বিপাক্ষিক বৈঠকে বসছে ভারত , আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে বৈঠক হবে বলে বিদেশ দপ্তর জানিয়েছে

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি :পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর ইমরান খান চিঠি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুই দেশের মধ্যে সন্ত্রাসবাদ সমস্যা নিয়ে বৈঠক পুনরায় চালু করার অনুরোধ করেন। তাতে ভারত সম্মতি জানিয়েছে। তবে বৈঠকে কী আলোচনা হবে তার অ্যাজেন্ডা এখনও চূড়ান্ত হয়নি। চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সেদেশে সার্ক সম্মেলন করার অনুরোধ জানিয়েছেন। তাতে অবশ্য রাজি হয়নি ভারত। পাকিস্তানে সার্ক সম্মেলন করার উপযুক্ত পরিবেশ নেই বলে স্পষ্ট জানানো হয়েছে।

আর পাকিস্থানের প্রধানমন্ত্রী ইমরান খানের অনুরোধ মেনেই রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা উপলক্ষে  আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে  দ্বিপাক্ষিক বৈঠকে বসছে ভারত ও পাকিস্তান। সরকারিভাবে বৃহস্পতিবার আলোচনার কথা জানানো হয়েছে। তবে এটা শুধুই বৈঠক, দ্বিপাক্ষিক আলোচনা নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার।দুই দেশের বিদেশমন্ত্রীদের মধ্যে বৈঠক হবে। ভারতের তরফে সুষমা স্বরাজ ও পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি আলোচনায় থাকবেন।

Advertisement

২০১৫ সাল থেকে দুই দেশের দ্বিপাক্ষিক আলোচনা বন্ধ রয়েছে। সেই আলোচনাই ফের চালু করার ও কাশ্মীর, সন্ত্রাসবাদ সহ সমস্ত কিছু নিয়ে সমঝোতার পথে হাঁটার প্রস্তাব দিয়েছেন ইমরান খান।


শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nine + 11 =