জেলা 

Anis Khan Death: আনিস মৃত্যুরহস্য: কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড আমতা থানার তিন পুলিশ কর্মী, কোন কারণে সাসপেন্ড ? জানতে চায় সাধারণ মানুষ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আনিসের বাড়িতে আসল পুলিশ গিয়ে ছিল না নকল পুলিস গিয়েছিল সেই ঘটনার তদন্ত শেষ হওয়ার আগেই দুই পুলিশকর্মীকে সাসপেন্ড করল প্রশাসন।পাশাপাশি বসিয়ে দেওয়া হয়েছে এক জন কনস্টেবলকেও। কর্তব্যে গাফিলতির অভিযোগে এই দুই পুলিশ কর্মীকে সাসপেন্ড এবং এক পুলিশ কর্মীকে বসিয়ে দেওয়ার নির্দেশ দিল প্রশাসন। সাসপেন্ড হওয়া পুলিশ কর্মীদের মধ্যে এক জন এ এস আই এবং এক জন হোমগার্ড রয়েছেন। এই পুলিশ কর্মীরা হলেন, এ এস আই নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রম এবং হোমগার্ড কাশীনাথ বেরা। শীর্ষ পুলিশ সূত্রের খবর অনুযায়ী, আনিস মৃত্যুরহস্যে বয়ান রেকর্ড করার সময় চার অজ্ঞাত পরিচয় পুলিশ কর্মীর বিরুদ্ধেও অভিযোগ করেন আনিসের পরিবারের সদস্যরা।

সাসপেন্ড হওয়া পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ যে ঘটনার রাতে, এই পুলিশ কর্মীরা এলাকায় টহলদারির দায়িত্বে থাকা সত্ত্বেও তাঁরা সঠিক সময়ে ঘটনাস্থলে উপস্থিত হননি। আরও জানা গিয়েছে যে, নিয়ম মেনে সইসাবুত করে নিজেদের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়েই টহলে যান এই পুলিশ কর্মীরা। তাই ‘স্বচ্ছ তদন্ত’-র স্বার্থেই দুই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হল এবং এক জনকে বসিয়ে দেওয়া হল।

Advertisement

সিটের তরফ থেকে তদন্ত শুরু করার পর, অভিযোগের ভিত্তিতে এই তিন পুলিশ কর্মীর ভূমিকাও খতিয়ে দেখা হবে। তবে শুধু কি কর্তব্যে গাফিলতি এবং খারাপ ব্যবহার? না কি আনিসের পরিবারের তরফ থেকে সে দিন রাতে পুলিশের উপস্থিতি নিয়ে যে অভিযোগ করা হয়েছিল, এই সাসপেনশন তার সঙ্গে সম্পর্কযুক্ত? এই প্রশ্নই উঠে আসছে বিভিন্ন মহল থেকে। তবে কে বা কারা আনিসের বাড়িতে সে দিন রাতে গিয়েছিলেন তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি।

সাধারণ মানুষ জানতে চায় পুলিশ কিনারা করুক ঐদিন আমিষের বাড়িতে আসল পুলিশ গিয়েছিল, না নকল পুলিশ। সাধারণ মানুষের এই প্রশ্নের উত্তর এখনো দিতে পারেনি মমতা প্রশাসন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ