কলকাতা 

Justice for Anish: আনিস খানের হত্যাকান্ড নিয়ে রাজ্যের বুদ্ধিজীবীরা নিরব কেন ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ ইবাদুল ইসলাম : হাওড়ার যুবক আনিস খান মাত্র ২৮ বছর বয়সে খুন হয়ে গেলেন । তিনি জানতেই পারলেন তাঁর অপরাধ কী ? প্রতিবাদী হওয়াটা কী অপরাধ ? গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের অধিকার নিয়ে কথা বলা কী অপরাধ ? নাকি সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলন করাটা অপরাধ ছিল আনিসের । নাকি বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী রাজনীতি করাটা অপরাধ ? কোনটা অপরাধ ? আনিসের মৃত্যুর বেশ কয়েক ঘন্টা কেটে যাওয়ার পরেও গ্রেফতার হয়নি আততায়ীরা কেন? এই প্রশ্ন তুলবে কে ? একটা তরতাজা যুবককে বাবা-মায়ের সামনে খুন করা হলো অথচ এই রাজ্যের বুদ্ধিজীবী সমাজ নিরব কেন ?

কথায় কথায় যেসব বুদ্ধিজীবীরা পথে নামেন তাঁরা কেন আনিসের জন্য পথে নামছেন না ? বাংলার বিবেক বলে দাবি করা এক গায়ক বুদ্ধিজীবী যিনি বিষযের বাইরে গিয়ে মন্তব্য করেন এবং ক্ষমা চাননি তিনি এখনও পর্যন্ত নিরব রয়েছেন ? মমতার রাজ্যে হয়েছে বলেই কী বাংলার বুদ্ধিজীবীরা মুখে কুলুপ এঁটেছেন ? উত্তরপ্রদেশের যোগীর রাজ্যে এই ঘটনা ঘটলে এতক্ষণে আমাদের মুখ্যমন্ত্রীর টুইটার-ফেসবুকে নিন্দার ঝড় উঠত অথচ বাংলায় যখন পুলিশের পোশাক পড়ে এক ২৮ বছরের তরুণকে খুন করা হল , তখন মুখ্যমন্ত্রীর কোনো মন্তব্য নেই কেন ?

Advertisement

আসলে আনিস খান সংখ্যালঘু সমাজের সন্তান এটাই তাঁর অপরাধ । এই সংখ্যালঘু সমাজকে ভোটের ময়দানে ব্যবহার করা যায়, কিন্ত তাদের পাশে দাঁড়ানো যায় না । আর আমাদের বাংলাও এখন আর সংখ্যালঘু সমাজকে নিয়ে ভাবে না । এটাই নেতাজির বাংলার বড় ট্রাজেডি ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ