কলকাতা 

আনিস খানের হত্যাকারীদের গ্রেফতার করতে যত দেরি করবে মমতা সরকার, সংখ্যালঘু ভোট হারাবে দ্রুত, মুখ্যমন্ত্রীর উচিত এখনই কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরি : আনিস খানের হত্যার সঙ্গে রিজওয়ানুর রহমানের হত্যাকে অনেকে মেলাতে চাইছেন কিন্ত আমরা বলবো এটা রিজওয়ানুর কান্ডের চেয়ে মর্মান্তিক এবং পরিকল্পিত । খুন হওয়ার পর বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও এখনও পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করা হয়নি । মনে রাখতে হবে পুলিশের পোশাক পড়ে আনিসের বাড়িতে গিয়েছিল আততায়ীরা , তাই পুলিশের প্রথম এবং প্রধান দায়িত্ব নিজেদের প্রতি যে অভিযোগ উঠেছে তা থেকে পুলিশকে মুক্ত করা । তা না হলে রাজ্য তো বটেই দেশজুড়ে প্রচার হবে পুলিশের পোশাক পড়ে খুন করা হয়েছে । আর পুলিশের যদি সদিচ্ছা থাকে তাহলে এমন কোনো ঘটনা নেই যার সমাধান পুলিশ করতে পারে না । যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ইদানিং নবান্ন থেকে নির্দেশ না গেলে নড়েচড়ে না । তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত এই মুহুর্তে পুলিশকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ ।

তৃণমূল নেতারা কিংবা মুখ্যমন্ত্রী হয়তো সময় নিচ্ছেন মেপে নিচ্ছেন এই রাজ্যের মানুষদের ক্ষোভ বিক্ষোভ কতটা হয় তা দেখার জন্য । কিন্ত দেরি হয়ে গেলে আর মানুষের মন ফিরিয়ে আনতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বাংলার জনরব দীর্ঘদিন ধরে বলে আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বচ্ছ ভাবমূর্তি বিনষ্ট করার জন্য তাঁরই দলের একাংশ সক্রিয় রয়েছেন ,এদেরকে চিহ্নিত করতে হবে । তার আগে মুখ্যমন্ত্রীর নিজস্ব ভাবমূর্তি ফিরিয়ে আনতে হলে এখনই আনিসের খুনিদের গ্রেফতার করার নির্দেশ দিতে হবে ।

Advertisement

পুলিশ যত দেরি করবে ততই মমতার প্রতি মানুষের ক্ষোভ বাড়বে । মনে রাখতে হবে মানুষ মমতা দেখে ভোট দিয়েছে, মমতার অনুরোধে তাঁকে ভোট দিয়েছে এই রাজ্যের জনতা । তাই জনতার মনকে এবং তাদের ভাবাবেগকে সম্মান জানাতে দ্রুত আনিসের খুনিদের গ্রেফতার করার ব্যবস্থা করুক মমতা সরকার। তা না হলে রিজওয়ানুর কান্ডের সময় বুদ্ধদেববাবুর অহং মানুষিকতা সেদিন বামফ্রন্টের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছিল , আজ আনিসের মৃত্যুও তৃণমূলের কাছে ওয়াটালুর হলে অবাক হওয়ার কিছুই থাকবে না । সাধু সাবধান!


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ