কলকাতা 

রাজ্যপাল জগদীপ ধনকড়কে সরানোর দাবিতে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : রাজ্যপাল জগদীপ ধনকড়কে অবিলম্বে সরানোর দাবিতে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। অভিযোগ, সংবিধান বর্হিভূত, সংবিধানবিরোধী কাজ করছেন রাজ্যপাল। শুক্রবার সকাল কলকাতা হাই কোর্টের প্রাধান বিচারপতির বেঞ্চে মামলাটি শুনানি হবে বলে খবর। ইতিমধ্যে মামলার সকলপক্ষকে নোটিশ পাঠানো হয়েছে।

মামলাকারী আইনজীবী রমাপ্রসাদ সরকারের দাবি, সংবিধান বর্হিভূত, সংবিধান বিরোধী কাজ করছেন রাজ্যপাল। রাজনৈতিক দলের মুখপাত্রের মতো আচরণ করছেন তিনি। এমনকী, একের পর অসাংবিধানিক মন্তব্য করছেন রাজ্যপাল, দাবি মামলাকারী। তাঁর কথায়, রাজ্যপাল নিরপেক্ষ পদ হয়েও এক্তিয়ারের বাইরে গিয়ে রাজ্যের কাজে বাধা দিচ্ছেন। তাই ধনকড়কে অবিলম্বে সরানোর দাবি জানিয়েছেন আইনজীবী। তবে রাজ্যপালকে সরাসরি কোনও মামলার পক্ষ করা যায় না। তাই পরোক্ষভাবে তাঁকে মামলার পক্ষ করা হয়েছে। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির দিন ধার্য হয়েছে।

Advertisement

দায়িত্ব নেওয়ার পর থেকে রাজ্য সরকারের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বিভিন্ন ইস্যুতে টুইট-পালটা টুইট নতুন কোনও ঘটনা নয়। তবে এবার চরমে উঠেছে সংঘাত। রাজ্যপাল জগদীপ ধনকড়কে টুইটারে ব্লক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ