দেশ 

১৫ বছরের মুখ্যমন্ত্রীর কী জনপ্রিয়তা কমছে ? ‘জনআর্শীবাদ যাত্রায়` দু বার হামলার মুখে পড়লেন শিবরাজ সিং চৌহান

শেয়ার করুন
  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক : এক সময় তাঁকে দেখার জন্য মানুষ রাস্তার উপর ঘন্টার পর ঘন্টা প্রতীক্ষা করত । আর আজ সেই মুখ্যমন্ত্রী আর জননেতা নন, তিনি এখন খলনায়কে পরিণত হয়েছেন। সেই রামও নেই তাই অযোধ্যাও নেই । জনপ্রিয়তা আজ থেকে ১৫ বছর আগে যা ছিল তা যে নেই তা স্পষ্ট হয়ে যাচ্ছে । মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের কথা বলছি ।আর কয়েক মাস পরেই এই রাজ্যে নির্বাচন । নানা জনবিরোধী কাজকর্মে মানুষ তার সরকারের প্রতি ক্ষুদ্ধ ।

একদিকে কৃষক আন্দোলন অন্যদিকে দলিত আন্দোলনে জেরবার মধ্যপ্রদেশের সরকার ।এই পরিস্থিতি নিজের জনপ্রিয়তাকে ফিরিয়ে আনার জন্য রথযাত্রার স্টাইলে ‘জন-আর্শীবাদ যাত্রায়‘ নেমেছেন তিনি । আর সেই যাত্রার প্রতিটি পদক্ষেপে হোঁচট খাচ্ছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান । একবার নয় , দু দুবার জনতার হাতে হেনস্থা হলেন মুখ্যমন্ত্রী । জন-আর্শীবাদ নিতে গিয়ে তা যে এভাবে জন-অভিশাপে পরিণত হবে  তিনি হয়তো কল্পনাও করেননি। হাইটেক বাস যাত্রায় এবার মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে ছোঁড়া হল ইট।

Advertisement

সেই বাস রতলাম জেলার কালুখেদিতে আসতেই তাতে উড়ে এসে পড়ল ইট-পাটকেল। এই নিয়ে এক মাসের মধ্যে দ্বিতীয়বার শিবরাজ সিং চৌহানের গাড়িতে ইট হামলা হল।কোনওমতে বেঁচেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তবে দুজন পুলিশ কর্মীর চোট লেগেছে। তিনটে পুলিশের ভ্যান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ভূপেন্দ্র সিং  তদন্তের নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। রতলাম জেলার পুলিশ সুপার গৌরব তিওয়ারি জানিয়েছেন, দুই অভিযুক্তকে তাল পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে মামলা করা হয়েছে। তাল, বারখেদা কালা, মাহিদপুর রোড, খাচরোড গ্রামে পুলিশি তল্লাশিও চলছে।

বিরোধী কংগ্রেসের তরফে এই হামলার নিন্দা করা হয়েছে। রাজ্য সভাপতি কমল নাথ হামলার নিন্দা করে বলেছেন, অনেক জায়গায় মানুষ ক্ষিপ্ত হয়ে রয়েছেন। কারণ তাদের প্রত্যাশা এই সরকার পূরণ করতে পারেনি।

এর আগে সাধি জেলার পটপারা গ্রামে গত ২ সেপ্টেম্বর শিবরাজ সিংয়ের মিছিলে হামলা হয়। পরে মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে জুতো এসে পড়ে। অভিযোগ ওঠে কারনি সেনার বিরুদ্ধে।

জনপ্রিয় মুখ্যমন্ত্রীর জন-আর্শীবাদ যাত্রায় এভাবে হামলা হবে তা কল্পনা করতে পারছে না বিজেপি নেতৃত্ব । তাই তারা এই ঘটনার নেপথ্যে বিরোধীদের হাত দেখছে । অবশ্য মুখ্যমন্ত্রী বলেছেন, বিরোধীরা সামনা-সামনি লড়াই করতে পারছে না বলে, পেছন থেকে আঘাত দেওয়ার চেষ্টা করছে ।


শেয়ার করুন
  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eight + 9 =