কলকাতা খেলা 

চলে গেলেন বাঙালি ফুটবল জগতের কিংবদন্তি সুভাষ ভৌমিক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: মারা গেলেন কিংবদন্তি  বাঙালি ফুটবলার সুভাষ ভৌমিক। তিনি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। কয়েক দিন আগে তিনি অসুস্থ হয়ে একবালপুর এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন সেখানেই তাঁর মৃত্যু হয় আজ শনিবার ভোর রাতে।

দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছেন আশিয়ান জয়ী কোচ সুভাষ ভৌমিক (Subhash Bhowmick)। প্রায় সাড়ে তিন মাস ধরে নিয়মিত তাঁর ডায়ালিসিস চলছিল। পাশাপাশি কয়েকদিন ধরে আবার বুকে সংক্রমণও হয়েছিল।

Advertisement

এশিয়াডে শেষ পদকজয়ী ফুটবলারের অসুস্থতার খবর সামনে আসছেই ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের অফিসে সুভাষ ভৌমিকের চিকিৎসা সংক্রান্ত ব্যাপার নিয়ে ক্রীড়ামন্ত্রী ছাড়াও আলোচনায় বসেন মোহনবাগানের অর্থ সচিব দেবাশিস দত্ত। ছিলেন ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার। মহামেডান কর্তা কামারুদ্দিন। ছিলেন আইএফএর সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়। এঁদের পাশাপাশি প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গঙ্গোপাধ্যায়, বিকাশ পাঁজি, বিদেশ বসু এবং মানস ভট্টাচার্যকেও আলোচনায় ডাকেন অরূপ বিশ্বাস। এছাড়াও সুভাষ ভৌমিকের চিকিৎসা সংক্রান্ত আলোচনায় উপস্থিত ছিলেন মেডিকা হাসপাতালের ডিরেক্টর এবং সুভাষ ভৌমিকের ছেলে অর্জুন ভৌমিক।

ঠিক হয়, একবালপুর নার্সিংহোমে চিকিৎসা চলার জন্য এই মুহূর্তে সুভাষ ভৌমিককে মেডিকাতে নিয়ে যাওয়া হবে না। আরও কিছুটা সুস্থ হওয়ার পর মেডিকায় স্থানান্তরিত করা হবে তাঁকে। কিন্তু সেই সময়টা আর দিলেন না তিনি। শনিবার ভোররাতেই চিরবিদায় নিলেন কিংবদন্তি ফুটবলার।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ