কলকাতা 

বিশিষ্ট প্রশাসক ও সমাজসেবী আরিকুল ইসলামের শুভেচ্ছাবার্তা দিয়ে অনুসন্ধান কলকাতা আয়োজিত মাধ্যমিকের ভূগোল ক্লাসে অসাধারণ ভূমিকা রাখলেন ছাত্র-ছাত্রীদের দুই প্রিয় শিক্ষিকা মিতালী দিদি এবং দীপ্তি দিদি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

গৌরাঙ্গ সরখেলের প্রতিবেদন : পড়াশোনা আনন্দময় হয়ে ওঠে কীভাবে তার আদর্শ এক প্রতিচ্ছবি হয়ে উঠলো বুধবার সন্ধ্যায়, অনলাইনে ভূগোলের ক্লাসে। অনুসন্ধান কলকাতার আয়োজনে মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের আট দিনব্যাপী কর্মশালার এদিন ছিল তৃতীয় দিন, বিষয় ছিল ভূগোল।

ভূগোলের সঙ্গে বিজ্ঞানের নিবিড় সম্পর্কের উদাহরণ তুলে ধরেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী অধ্যাপক মতিয়ার রহমান খান। ভৌগোলিক এবং সামাজিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে কীভাবে় গড়ে ওঠে কৃষিকার্য এবং তার সঙ্গে সাযুজ্য রেখে শিল্প এমনকি মানুষের সংস্কৃতিও, তার নাতিদীর্ঘ বিবরণ দেন বিজ্ঞানী মতিয়ার রহমান তাঁর ধন্যবাদ জ্ঞাপন এর ফাঁকে। ছাত্র-ছাত্রীরা পিনপতন নিরবতায় গল্পের মত বুঝে নিতে চাইছিল ভূগোলের নানা তত্ত্ব এবং তথ্য। সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে অনুসন্ধানের উদ্যোগে এ ধরনের পড়াশোনা দেখে উপস্থিত অভিভাবকেরা কৃতজ্ঞতা জানিয়েছেন, তারিফ করেছেন বিশিষ্ট শিক্ষকেরাও।

Advertisement

এ দিন কর্মশালার সূচনা করেন বিশিষ্ট প্রশাসক এবং সমাজকর্মী আরিকুল ইসলাম। তিনি বলেন জীবন মানেই গতি, বিভিন্ন চড়াই-উতরাইয়ের মধ্যে থেকেও নিজেকে গতিশীল যারা করতে পারে তারাই জয়ী হয়। সুতরাং প্রতিবন্ধকতাকে জয় করতে হবে। কোভিড-ওমিক্রন এর ভয়াবহ অবস্থার মধ্যে দিয়েও অনুসন্ধানের এই অনলাইন আয়োজনকে প্রশংসা করে তিনি সমস্ত ছাত্র-ছাত্রীদের এই কাজের সঙ্গে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। এই প্রসঙ্গে তিনি গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানাধিকারীর উদাহরণ দিয়ে বলেন, রুমানা প্রত্যন্ত গ্রামে থেকে, সীমিত সুযোগ সুবিধার মধ্যে দিয়েও উচ্চ মাধ্যমিকে প্রথম হয়ে প্রমাণ করেছিল চেষ্টা থাকলে সকল বাধা দূরে সরিয়ে দেওয়া যায়।

এদিনের ভূগোল বিষয়ের কর্মশালা পরিচালনা করেন দুজন অভিজ্ঞ শিক্ষিকা মিতালী মুখার্জী এবং দীপ্তি দাস। তাঁদের অসাধারণ দক্ষতায় ভূগোলের পাঠ যেন প্রাণের স্পর্শ পেয়েছিল। ভীষণভাবে উচ্ছ্বসিত ছাত্র ছাত্রীরা জানিয়েছে তাদের পরম প্রাপ্তির কথা। সর্বোচ্চ নম্বর তুলতে ভূগোলে কোন কোন দিক বিশেষ খেয়াল রাখতে হয়, 100% নম্বর কিভাবে পাওয়া যায়, নির্বাচিত প্রশ্ন এবং তাদের মডেল উত্তর কীভাবে লিখতে হয়, ভুল-ত্রুটি কমিয়ে এনে তা একেবারেই শেষ করা যায় কীভাবে, বড় প্রশ্নের উত্তরে কোন কোন পয়েন্ট লিখতে হয়, ম্যাপ পয়েন্টিং এর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যে দিকটা বিশেষ খেয়াল রাখতে হয়– এসমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তাঁরা।

সবশেষে প্রতিদিনের মতো এদিনও অনলাইনে পরীক্ষা নেয়া হয় 25 টি এম সি কিউ প্রশ্ন সম্বলিত প্রশ্নপত্রের। উল্লেখ্য, 100% নম্বর পেয়ে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে বাগুইআটি চিত্তরঞ্জন কলোনি হিন্দু বিদ্যাপীঠের দুই ছাত্রী।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ