কলকাতা 

আনন্দময় হয়ে উঠুক অনলাইন পড়াশোনা। মাধ্যমিকের চূড়ান্ত প্রস্তুতিতে অনুসন্ধান আয়োজন করেছে প্রতিদিন পড়াশোনার সঙ্গে সঙ্গে পরীক্ষা এবং সব শেষে টপার্স মেডেল

শেয়ার করুন

নায়ীমুল হকের প্রতিবেদন : কোভিড-ওমিক্রণ-এর জোড়া থাবা আর তৃতীয় ঢেউয়ে থমকে গেছে সবকিছু । তারই মধ্যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ-এর সভাপতি অধ্যাপক কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, পর্ষদ যথাসময়ে মাধ্যমিক পরীক্ষা নিতে প্রস্তুত। পর্ষদ-এর পক্ষ থেকে মডেল টেস্ট পেপারও প্রকাশিত হয়ে গেছে।

এরকম এক আবহে মাধ্যমিকের চূড়ান্ত প্রস্তুতি ছাত্র-ছাত্রীদের জন্য কতখানি আনন্দময় করে তোলা যায়, তা নিয়ে ভাবছেন তাদের প্রিয় শিক্ষক-শিক্ষিকারা।

Advertisement

তাই, আগামী ১৬ থেকে ২৩ জনুয়ারি অনুসন্ধান কলকাতার পক্ষে প্রতিদিন দেড় ঘন্টার বিশেষ অনলাইন ক্লাসের পরিকল্পনা করা হয়েছে, যেখানে উপস্থিত থাকবেন নামি-দামি বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা, থাকবেন প্রধান শিক্ষক-শিক্ষিকারাও। আর তার সঙ্গে পড়াশোনাকে আনন্দময় করে তুলতে থাকবে হাতে কলমে পরীক্ষা-নিরীক্ষা, এছাড়াও প্রতিদিন উৎসাহ দিতে উপস্থিত থাকবেন বিভিন্ন গুণীজনেরা।

বিশিষ্ট শিক্ষক তথা অনুসন্ধান কলকাতার সহকারী সম্পাদক গৌরাঙ্গ সরখেল জানিয়েছেন প্রতিদিন এক একটা বিষয়ে ক্লাসের পর পরীক্ষারও বন্দোবস্ত করা হয়েছে। পরীক্ষা নেওয়া হবে অনলাইন গুগল ফর্ম-এ। সাতটি বিষয়ের পরীক্ষার পর সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছাত্র বা ছাত্রীকে টপার্স মেডেল দিয়ে বিশেষ সম্মাননা জানানোর ব্যবস্থাও করা হয়েছে। তিনি আরো জানিয়েছেন শেষ দিন অর্থাৎ ২৩ জানুয়ারি থাকবে বিশিষ্ট মনোবিদ ও শিক্ষাবিদদের উপস্থিতিতে অনলাইন কাউন্সেলিং। প্রতিদিন কার্যক্রম শুরু হবে রাত আটটায়। মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তের শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক সহযোগিতায় সম্ভব হয়েছে সম্পূর্ণ বিনা খরচে এই আয়োজন।

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

*SCHEDULE*

VISION MADHYAMIK 2022

[16 to 23 January, 2022]

Everyday 8 pm Live Online

*16/01/2022*–

Inauguration by Shri Mihir Sengupta.

Key note Speech by Shri Dibyagopal Ghatak.

Thanks Giving — Prof.Matiyar Rahman Khan

BENGALI — Shri Ujjwal Bandopadhyay

*17/01/2022*–ENGLISH — Qazi Nizamuddin and Mostafa Habib.

(Spl Guest–…..)

*18/01/2022*–GEOGRAPHY — Mitali Mukhopadhyay and Dipti Das.

(Spl Guest – Mr.Arikul Islam)

*19/01/2022*-HISTORY — Sahabul Islam Gazi.

(Spl Guest– Shri Purnendu Bose, Chairman, Council of Technical Training & Skill Dev, WB)

*20/01/2022*–LIFE SCIENCE — Dr.Sandip Roy and Dr.Swagata Basak.

(Spl Guest–……)

*21/01/2022*– MATHEMATICS — Gauranga Sarkhel.

(Spl Guest- Shri Ajit Nayek)

*22/01/2022*–PHYSICAL SCIENCE — Anisur Ali Zamadar and Jayjit Chakrabarti.

(Spl Guest –Dr.Amalendu Bose)

*23/01/2022*- COUNSELING by Prof.Dr.Gautam Bandopadhyay

Spl Guest- Dr. Partha Karmakar.

Inauguration- Dr. Debabrata Mukhopadhyay.

TOPPER’S MEDAL giving — Sk. Ali Ahsan

Thanks giving — Dr.Kamal Das.

=======================

▪️ এই কর্মসূচিতে অংশ নিতে হোয়াটসঅ্যাপ (98360 58826) করে জানাতে পারো তোমার নাম এবং হোয়াটসঅ্যাপ নম্বর


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ