দেশ 

Punjab Assembly Election 2022 : পঞ্জাব কংগ্রেসের এক চালেই জয় নিশ্চিত করলেন চরণজিৎ সিংহ চান্নী , কী সেই চাল ? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দলিত শিখ ধর্মগুরু রবিদাসের জন্মজয়ন্তীর জন্য পঞ্জাবে বিধানসভা নির্বাচন অন্তত ছয়দিন পিছিয়ে দেওয়ার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী চরণ সিংহ চান্নী । তাই ১৪ ফেব্রুয়ারি পঞ্জাবে ভোট যাতে না হয় তার জন্য কমিশনের আবেদন করেছে কংগ্রেস । আর এই আবেদনের মাধ্যমে কার্যত সার্জিক্যাল স্ট্রাইক করে দিল কংগ্রেস দল । নির্বাচন কমিশন যদি ভোট না পিছিয়ে দেয় তাতে কংগ্রেসের কোনো ক্ষতি হবে না । বরং লাভ হবে । কারণ পঞ্জাবে মোট ভোটের ৩২ শতাংশ শিখ দলিত সম্প্রদায়ের ভোট । মুখ্যমন্ত্রী এই আবেদন করে এই ভোটের সিংহভাগই কংগ্রেসের দিকে টেনে নিলেন ।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বক্তব্য, আগামী ১৬ ফেব্রুয়ারি পাঞ্জাবের দলিত শিখদের ধর্মগুরু রবিদাসের জন্মজয়ন্তী। সেই উপলক্ষে ১০ ফেব্রুয়ারি থেকেই বেনারসে তীর্থ করতে যাবেন প্রায় ২০ লক্ষ দলিত শিখ। ১৪ ফেব্রুয়ারি ভোট হলে এই ভোটাররা তাঁদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হবেন। নির্বাচন কমিশনের কাছে তাঁর অনুরোধ, ভোটের দিন অন্তত ৬ দিন পিছিয়ে দেওয়া হোক, যাতে এই ২০ লক্ষ ভোটার বেনারস থেকে ফিরে এসেও নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন। যদিও, শেষ মুহূর্তে চান্নির এই চাবি কমিশন আদৌ মানবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।

Advertisement

দলিত ভোটের পাশাপাশি পঞ্জাবের কৃষক সমাজের একটা বড় অংশের ভোট পাবে কংগ্রেস, সিধুকে সামনে রেখে শিখ সম্প্রদায়ের সিংহভাগ অংশের ভোটই কংগ্রেস পেয়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল । পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর এই আবেদনের ফলে শিখ সম্প্রদায়ের ভোট আরও বেশি করে মেরুকরণ হবে বলে রাজনৈতিক মহল মনে করছে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ