দেশ 

১৮৫৭ খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহে অনুপ্রেরণা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ! কেন্দ্রীয় সংস্থা পিআইবির এই তথ্য ঘিরে দেশজুড়ে শোরগোল, কটাক্ষ তৃণমূলের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ইতিহাসবিদরা অভিযোগ করে থাকেন বিজেপি সরকারের আমলে ইতিহাসের তথ্য কে বিকৃত করা হচ্ছে। সেই অভিযোগে আরেকটা সিলমোহর পড়লো পিআইবির এক নয়া তথ্যে। পিআইবি বলেছে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহে স্বামী বিবেকানন্দ অনুপ্রেরণা দিয়েছিলেন। আর এই ঘটনা পিআইবির তথ্য প্রকাশ পেতেই দেশজুড়ে শোরগোল পড়ে গেছে।

আসলে ইতিহাসকে বিকৃত করতে গিয়ে আসল তথ্যেই ভুল করেছেন পিআইবির কর্তারা। সিপাহী বিদ্রোহের ৬ বছর পর স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছে। সিপাহী বিদ্রোহ হয়েছিল ১৮৫৭ খ্রিস্টাব্দে।আর স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছিল ১৮৬৩ খ্রিস্টাব্দে। তাই পিআইবির এই তথ্য নিয়ে সমগ্রহ দেশজুড়ে হাসির রোল পড়েছে। মোদি সরকার পরিচালিত প্রেস ইনফরমেশন ব্যুরো যে ধরনের তথ্য পরিবর্তন করেছে তাতে দেশ তো বটেই আন্তর্জাতিক মহলে ভারত লজ্জায় পড়েছে। কার্টুন স্বামী বিবেকানন্দ শুধুমাত্র ভারতের নন তিনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তার জন্মদিন আগামীকাল ১২ ই জানুয়ারি ঠিক তার আগের দিনে পিআইবি যে তথ্য পরিবেশন করেছে তাতে ভারতবর্ষের একটি কেন্দ্রীয় সংস্থাকে হাস্যকর করে উপস্থাপন করা হয়েছে।

Advertisement

কেন্দ্রীয় সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) বলেছে, “১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহে অনুপ্রেরণা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ ( Swami Vivekananda )।”

পিআইবির এহেন ভুলের তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। টুইটারে পিআইবির ওই তথ্যের স্ক্রিনশট পোস্ট করে ঘাসফুল শিবির লিখেছে, “স্বামীজিক জন্ম হয়েছে ১৯৬৩ সালে। আর সিপাহী বিদ্রোহ হয়েছে ১৮৫৭ সালে। তিনি কীভাবে এই বিদ্রোহে অনুপ্রেরণা দিলেন, এটাই বোঝার চেষ্টা করছি?” পিআইবে ট্যাগ করে কটাক্ষ করা হয়েছে, “এব্যাপারে আপনারা কোনও সাহায্য় করতে পারেন?”

দেশজুড়ে অমৃত মহোৎসব পালন করছে কেন্দ্রীয় সরকার। সেই উদ্দেশ্যে নিউ ইন্ডিয়া সমাচার নামে একটি ই-ম্যাগাজিন প্রকাশ করেছে পিআইবি। নিজেদের টুইটার হ্যান্ডেল থেকে সেই ম্যাহাজিনটি টুইটও করেছে তারা। ম্যাগাজিনটির মূল বিষয়, কীভাবে বদলেছে ভারত। স্বাধীনতায় সংগ্রামে অংশ নেওয়া অপরিচিত ব্যক্তিদের পরিচয় প্রকাশ্যে আনা। সেই প্রসঙ্গেই ভক্তি আন্দোলনের উল্লেখ করেছে পিআইবি।

কেন্দ্রীয় সংস্থার তরফে লেখা হয়েছে, দেশজুড়ে চলা ভক্তি আন্দোলেন দেশের বিভিন্ন প্রান্তের সন্ত-সন্ন্যাসীরা অংশ নিয়েছিলেন। অংশ গ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ, শ্রী চৈতন্যদেবও। আর এই আন্দোলন ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহে অনুপ্রেরণা জুগিয়েছিল। এই তথ্য নিয়েই বিতর্ক দানা বেঁধেছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ