কলকাতা 

হাইকোর্টের নতুন গঙ্গাসাগর মেলা নজরদারি কমিটি থেকে শুভেন্দুকে বাদ দেওয়ায় নিজেদের জয় দেখছে রাজ্য

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : গঙ্গাসাগর মেলা হবে এই সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট আগেই জানিয়েছিল। তবে মেলার উপর নজরদারি করার জন্য একটি কমিটি থাকবে। সেই কমিটিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে রাখার কথা বলেছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু এতে রাজ্য সরকার আপত্তি তোলে।

আজ রাজ্য সরকারের আইনজীবী কলকাতা হাইকোর্টে বলেন, কোন রাজনৈতিক ব্যক্তিকে সাগর মেলা নজরদারি কমিটিতে রাখা উচিত নয় কারণ তাতে নিরপেক্ষ রিপোর্ট পাওয়া যাবে না। এরপরই কলকাতা হাইকোর্ট সিদ্ধান্ত নেয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ওই কমিটি থেকে বাদ দেওয়ার। একইসঙ্গে প্রশ্ন উঠে রাজ্য মানবাধিকার কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান এখনো পর্যন্ত কাজে যোগ দেননি বা এই কমিটিকে রাজ্যপাল অনুমোদন করেন নি। ফলে, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কে রাখার প্রশ্নই ওঠে না।

Advertisement

এদিন কলকাতা হাইকোর্টে দুটি প্রস্তাব মেনে নেন শুভেন্দু অধিকারী এবং রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নাম গঙ্গাসাগর মেলা কমিটি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানা গেছে। আর এতেই নিজেদের জয় দেখছে রাজ্য সরকার। কারণ তারা মূলত শুভেন্দু অধিকারীকে এই কমিটি থেকে বাদ দিতে চেয়েছিল। তাদের কাজ সফল হয়েছে বলে তারা খুশি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ