দেশ 

Congress: দেশজুড়ে ঘুরে দাঁড়াচ্ছে কংগ্রেস সদ্য সমাপ্ত উপনির্বাচনে ইঙ্গিত স্পষ্ট , ২০২৪ -এ কী কেন্দ্রে পরিবর্তনের সরকার !

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কয়েক দিন আগে দেশের ৩টি লোকসভা ও ২৯টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয় । তার ফলাফলে দেখা যাচ্ছে অনেকটাই এগিয়ে রয়েছে বিরোধীরা । ৩টি লোকসভা আসনের মধ্যে দুটিতেই জয় পেয়েছে বিরোধীরা । একটি আসন পেয়েছে কংগ্রেস , অন্যটি পেয়েছে বিরোধী শিবসেনা । এই দুটি আসনই বিজেপির দখলে ছিল । তবে একটি লোকসভা আসন বিজেপি জিতেছে । শুধুমাত্র অসম ছাড়া উত্তর ভারতের কোনো রাজ্যে উপনির্বাচনে ভাল ফল করতে পারেনি বিজেপি । কর্ণাটকে বিজেপির খাস তালুক থেকে একটি বিধানসভা আসন জিতেছে কংগ্রেস । হিমাচল প্রদেশের তিনটি বিধানসভা কেন্দ্র এবং একটি লোকসভা আসন কংগ্রেস জিতেছে । হরিয়ানাতে বিজেপি প্রার্থী হেরেছে । রাজস্থানে বিজেপির স্থান তিন এবং চার নম্বরে চলে গেছে ।

সমগ্র দেশজুড়ে কংগ্রেসের পক্ষে হাওয়া উঠেছে বললে অত্যুক্তি হবে না । কারণ এর আগে পঞ্চায়েত নির্বাচনে মহারাষ্ট্রে বিজেপি হেরে গেছে । উত্তরপ্রদেশেও পঞ্চায়েত নির্বাচনে বিজেপি হেরেছে । এই সব জায়গায় কংগ্রেস কোথাও প্রথম স্থানে আবার কোথাও তৃতীয় স্থানে উঠে এসেছে । গত অক্টোবরে মহারাষ্ট্রের ৬টি জেলার জেলা পরিষদের উপনির্বাচনে ৮৪টি আসনের মধ্যে বিজেপি- ২২, কংগ্রেস- ১৯, এন সি পি- ১৫, শিবসেনা- ১২টি আসন পেয়েছে (জোট মহাবিকাশ আঘাড়ি- ৪৬), অর্থাৎ জোটের বড়ভাই কংগ্রেস। আর পঞ্চায়েত সমিতির উপনির্বাচনের ফলাফল ১৪৪টি আসনের মধ্যে কংগ্রেস- ৩৬, বিজেপি- ৩৩, শিবসেনা- ২৩, এন সি পি- ১৮টি, মানে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠ।

Advertisement

গতকালের বিধানসভা উপনির্বাচনের ফল আরো চমকপ্রদ, দেগলুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী জিতেশ অন্তপুরকর বিজেপি প্রার্থীকে ৪১৯৩৩ ভোটে হারিয়ে দুরমুশ করে দিয়েছে।  হিমাচলের মান্ডি লোকসভা আসনটি বিজেপির থেকে কংগ্রেস ছিনিয়ে নিয়েছে, বাকি তিনটি বিধানসভা আসনেও কংগ্রেস জয়ী। কর্ণাটকের হাঙ্গল আসনটি কংগ্রেস বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে, অপর দিকে সিংদি আসনটি জে ডি (এস)- এর থেকে বিজেপি ছিনিয়ে নিয়েছে, উল্লেখযোগ্য ভাবে ২০১৮ সালে তৃতীয় স্থানে থাকা কংগ্রেস এবার দ্বিতীয় স্থান আর জে ডি (এস) ১০০০ ভোটও পায়নি। রাজস্থানে কংগ্রেস দুটি আসনের মধ্যে দুটিই জয়ী। মধ্যপ্রদেশে ৪টির মধ্যে ১টি আসন পেয়েছে। রায়গাঁও আসনটি কংগ্রেস প্রার্থী কল্পনা ভার্মা ৩১ বছর পর বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে।

আগামী ২০২২ সালে যে পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন আছে সেখানে গোয়া, উত্তরাখণ্ড, হিমাচল, পাঞ্জাব ও মণিপুরে সরাসরি কংগ্রেসের সাথে বিজেপির লড়াই। হিমাচল ও উত্তরাখণ্ডে কংগ্রেস ১০০% জিতবে । পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরনজিৎ সিং চান্নী যেভাবে কাজ শুরু করেছে তাতে আর যাইহোক এই রাজ্যে কংগ্রেস হারানো কঠিন হবে । তাছাড়া প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং নতুন রাজনৈতিক দল তৈরি করেছে ঠিকই তবে সে যদি বিজেপির সঙ্গে জোট করে লড়াই করে তাহলে তাঁর যেটুকু জনপ্রিয়তা আছে তাও থাকবে না বলে রাজনৈতিক মহল মনে করছে । আসন্ন গোয়া বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে মূল লড়াই হবে কংগ্রেসের । সেখানে কংগ্রেসের জয়ের সম্ভাবনা প্রবল হয়ে দেখা দিয়েছে । কারণ বিজেপির জনপ্রিয় কোনো নেতা নেই গোয়াতে । এরপর রয়েছে শিবসেনার বিরোধিতা । এই রাজ্যে শিবসেনার প্রকটা প্রভাব রয়েছে । সেটাকে কাজে লাগাতে পারলে কংগ্রেস সুবিধা জনক অবস্থায় থাকবে ।

উত্তরপ্রদেশে প্রিয়াঙ্কা গান্ধীর জনপ্রিয়তা প্রশ্নাতীত । তাঁর মিছিল মিটিং-এ যেভাবে লোক হচ্ছে তাতে বিজেপির কপালে চিন্তার ভাঁজ যে বাড়ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই । তাই অন্যান্য রাজনৈতিক দলগুলিও এখন প্রিয়াঙ্কার সঙ্গে গোপনে যোগাযোগ রাখছে । ২০২২-এর উত্তর প্রদেশ বিধানসভার নির্বাচনে যোগী যে সহজে জিততে পারবে না তা আর বলার অপেক্ষা রাখে না । অন্যদিকে গুজরাটের পরিস্থিতিও বিজেপির অনুকূলে নেই । তাই মুখ্যমন্ত্রী বদল করতে হয়েছে । প্যাটেল সম্প্রদায়ের মানুষকে মুখ্যমন্ত্রী করেছে বিজেপি । কিন্ত কংগ্রেস অনেক আগে থেকেই প্যাটেল সম্প্রদায়ের মানুষকে কংগ্রেস সভাপতি করে দিয়েছে । ফলে গুজরাট রক্ষা করা কতটা সম্ভব হবে মোদীর পক্ষে তা এখনই বলা যাবে না ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ