দেশ 

Delhi Court: দিল্লির আদালতের ভেতরে দুস্কৃতিদের গুলির লড়াই, নিহত অন্তত চার জন , সমগ্র বিশ্বের কাছে রাজধানীর নিরাপত্তা বেআব্রু হয়ে গেল!

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : অমিত শাহের অধীনে থাকা স্বরাষ্ট্র দফতরের ব্যর্থতাকে ফের প্রমাণ করে দিল দিল্লি । দিল্লির এক আদালত চত্বরে শুক্রবার দুপুরে চলল গুলি । আর জেরে মারা গেল অন্তত চারজন । এই মর্মান্তিক ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েক জন। দিল্লির কুখ্যাত দুষ্কৃতী জিতেন্দ্র গোগীর মৃত্যু হয়েছে এই লড়াইয়ে।

উত্তর দিল্লির রোহিণীতে আদালতকক্ষের মধ্যেই দুই বিরোধী দুষ্কৃতী দলের মধ্যে গুলির লড়াই শুরু হয়। বেশ কিছু দুষ্কৃতী আইনজীবীদের পোশাক পরে আদালতকক্ষে প্রবেশ করেছিল বলে জানা গিয়েছে।কুখ্যাত দুষ্কৃতী গোগীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত এপ্রিলে তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ বিভাগ। সে রকম এক মামলায় আদালতে আনা হয়েছিল গোগীকে। তখনই তাঁর বিরোধী গোষ্ঠীর দুষ্কৃতীরা গুলি চালায় তার উপর।

Advertisement
কুখ্যাত দুষ্কৃতী গোগীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত এপ্রিলে তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ বিভাগ। সে রকম এক মামলায় আদালতে আনা হয়েছিল গোগীকে। তখনই তাঁর বিরোধী গোষ্ঠীর দুষ্কৃতীরা গুলি চালায় তার উপর।

আজকের ঘটনায় সমগ্র বিশ্বের সামনে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের ব্যর্থতা প্রকট ধরা পড়েছে । দিল্লি শহরের নিরাপত্তা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের হাতে । অথচ একটি আদালতের ভেতরে দুস্কৃতি ঢুকে গেল , এবং গুলি চালাল যা এক কথায় নজীরবিহীন ।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ