কলকাতা 

আলিয়ার অচলাবস্থা কাটানোর দাবি নিয়ে এবার আন্দোলনের পথে শিক্ষার্থীরা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরী : আলিয়া বিশ্ববিদ্যালয় বাঙালি মুসলিম সমাজের আবেগ। একথা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই জানেন। তা সত্ত্বেও মমতা সরকার কোন কারনে আলিয়া বিশ্ববিদ্যালয়ের অবস্থা জারি রেখেছে তা বুঝে উঠতে পারছেন না মুসলিম সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। তারা বারবার আবেদন করেছেন দ্রুত সমস্যার সমাধান করতে। সমাধান তো দূর অস্ত বরং আরো বেশি পরিস্থিতি জটিল হয়েছে। শেষ পর্যন্ত আলিয়া বিশ্ববিদ্যালয়ের সমস্যার দ্রুত সমাধানের দাবিতে আন্দোলনের পথে শিক্ষার্থীরা।

আজ বুধবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাস ছাত্র-ছাত্রীরা অবস্থান বিক্ষোভ মিছিল করে। তাদের প্রত্যেকের বক্তব্যের মধ্যে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ ঝরে পড়েছে। প্রতিটি ছাত্র ছাত্রীদের স্লোগান ছিল অবিলম্বে আলিয়া বিশ্ববিদ্যালয় কে বাঁচাতে হবে। আলিয়া বিশ্ববিদ্যালয় কে যারা শেষ করার পরিকল্পনা নিয়েছেন তাঁদেরকে কার্যত হুঁশিয়ারি দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Advertisement

মূলত তিনটি দাবিকে সামনে রেখে এদিন আলিয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পড়ুয়ারা হাজির হয়েছিলেন তিনটি দাবী হল : ১. হাজারো স্বপ্ন জড়ানো আলিয়ার মাটি অন্য প্রতিষ্ঠানকে দেওয়ার সিদ্ধান্ত ফেরানোর দাবিতে

২. বকেয়া অর্থ সহ, বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত অর্থ সঠিক সময়ে প্রদানের দাবিতে
৩. শিক্ষার সমস্ত ক্ষেত্রে সমস্ত ছাত্রছাত্রীদের ফি মুকুবের দাবিতে।

এদিনের সভায় থেকে ছাত্রছাত্রীরা সরাসরি সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে সরব হন। প্রসঙ্গত উল্লেখ্য এই প্রথম কোন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হচ্ছে যেখানে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে সরব হয়েছেন ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয় কিংবা কলেজের ছাত্র আন্দোলন হলে সেখানে মূলত উপাচার্য কিংবা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন হয়ে থাকে আলিয়া বিশ্ববিদ্যালয় তা হলো না। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কে ভাবতে হবে আলিয়াকে তিনি কোন পথে নিয়ে যেতে চাইছেন।

 

এক্ষুনি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে সিদ্ধান্ত নিতে হবে যারা আলিয়া বিশ্ববিদ্যালয়কে পেছন থেকে ছুরি মারার চেষ্টা করছেন তাদেরকে অবিলম্বে দপ্তর থেকে সরিয়ে দেয়া উচিত বলে বিশিষ্ট মুসলিম নেতারা মনে করছেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ