জেলা 

মন্ত্রী পুলক রায়ের উদ্যোগে রাখি বন্ধন উৎসব আয়োজিত হল উলুবেড়িয়ার আর.ডি মোড়ে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সুরজীৎ আদক,উলুবেড়িয়া:পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এর উদ্যোগে রাজ্যের প্রতিটি ব্লক তথা পৌরসভা এলাকার পাশাপাশি উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র কালিনগর অঞ্চলের আর.ডি মোড়ে আয়োজিত হল সর্বজনের উদ্দেশ্যে রাখি বন্ধন উৎসব। উক্ত অনুষ্ঠানে সবার মাঝে উপস্থিত হয়ে সভা আলোকিত করলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী তথা এই কেন্দ্রের স্থানীয় বিধায়ক পুলক রায়।

এই দিন সবার মাঝে রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক ভ্রাতৃত্ব বন্ধনে এবং সাম্প্রদায়িক বন্ধনের তাৎপর্য বিশ্লেষণ করলেন গুরুত্বপূর্ণভাবে। বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল এই মন্ত্রে ব্রতী হয়ে রাজ্যের মন্ত্রী প্রত্যেকের হাতে রাখি পড়ানো এবং পড়ার পাশাপাশি ভোলেননি কাউকে সচেতনতা বার্তা জানাতে এবং তার সাথে সাথে প্রত্যেকের হাতে আরো একবার তুলে দেয়া হলো করণা স্বাস্থ্যবিধি মেনে মাস্ক-স্যানিটাইজার। এরই মাঝে আমাদের প্রতিনিধির সুরজিৎ আদক পৌঁছে গেলেন কালিনগর অঞ্চলের আর.ডি মোড়ে আসুন সরাসরি দেখে নেয়া যাক আমাদের প্রতিনিধির মাধ্যমে সেই চিত্র।

Advertisement

এর পাশাপাশি এই দিন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য অজয় মণ্ডল, উলুবেড়িয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলতানা বেগম, হাওড়া গ্রামীন জেলার যুব সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়, কালিনগর অঞ্চল প্রধান উত্তম মন্ডল, কালিনগর অঞ্চল সভাপতি সেলিম মোল্লা সহ বিশিষ্ট নেতৃবৃন্দ।

এর পাশাপাশি এই দিন, বীরশিবপুর রেল স্টেশন সংলগ্ন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সকলের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হলেন রাখি বন্ধনের মাধ্যমে হাওড়া গ্রামীণ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দীপঙ্কর ঘোষ ওরফে দীপু। রেলস্টেশন সংলগ্ন দলীয় কার্যালয়ের পাশাপাশি বীরশিবপুর বাসস্ট্যান্ডেও চলে এই দিন রাখি বন্ধন উৎসব।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ