দেশ 

‘আদালত যে কমিটি করে দেবে তার কাছে পেগাসাস সংক্রান্ত সমস্ত তথ্য তুলে দেয়া হবে তবে প্রকাশ্যে তা বলা হবে না’ সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: পেগাসাস  ইস্যুতে সংসদে বিরোধীদলের দাবিকে মান্যতা না দিলেও সুপ্রিমকোর্টের কাছে মাথা নত করতে বাধ্য হল কেন্দ্র সরকার। সুপ্রিমকোর্টে তারা জানিয়েছে রাষ্ট্রের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক নয় এমন বিষয়গুলি তদন্ত করতে তারা রাজি আছে। আজ মঙ্গলবার সুপ্রিমকোর্টে পেগাসাস মামলার শুনানি ছিল সেই শুনানিতে কেন্দ্র সরকারের আইনজীবী বলেন, লুকনোর মতো কিছুই কেন্দ্রের কাছে নেই।

পেগাসাস কেলেঙ্কারিতে পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে যে মামলা রুজু হয়েছে মঙ্গলবার ছিল তারই শুনানি। এদিন বিচারপতি সূর্য কান্ত বলেন, ”আমরা চাই না জাতীয় সুরক্ষার দিকটি নিয়ে কোনও রকম আপস করা হোক। কিন্তু দাবি উঠেছে ব্যক্তিগত ভাবে কারও কারও ফোনে পেগাসাস হামলা চালানোর অভিযোগ উঠেছে। কেবল মাত্র যোগ্য কর্তৃপক্ষই এর উত্তর দিতে পারবে।”

Advertisement

এদিকে সরকারি আইনজীবী তুষার মেহতা এদিন শীর্ষ আদালতকে জানিয়েছেন, ”আমাদের আদালতের কাছে গোপন করার কিছুই নেই। আদালত যে কমিটি গঠন করবে সেখানে সবকিছু পেশ করতে রাজি আমরা। কিন্তু তা বলে সব কিছুই জনতার সামনে আনতে পারব না। এরপর ওয়েব পোর্টালগুলি বলতে আরম্ভ করবে সামরিক সম্পদ বেআইনি ভাবে ব্যবহার করছে। কিন্তু কমিটি তৈরি হলে সেখানে সবকিছুই জানাতে তৈরি আমরা।”

কেন্দ্রের এই কথার পরিপ্রেক্ষিতেই বিচারপতি জানান, ”আমরা চাইছি না প্রতিরক্ষা মন্ত্রকের কোনও প্রোটকলে হস্তক্ষেপ করতে। আমরা সেই ব্যাপারে কিছু প্রকাশ করতেও বলব না। বিষয়টা খুবই সহজ। অনেকেই ব্যক্তিগত ভাবে অভিযোগ করছে তাঁদের ফোনে এই ধরনের হামলা হয়েছে। দেশের প্রতিরক্ষার সঙ্গে কোনও রকম আপস না করেই এই বিষয়ে জবাব দেওয়া হোক।”

উল্লেখ্য, দেশের সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্টদের ফোনে আড়ি পাতার ঘটনায় আদালতের নজরদারিতে তদন্তের আবেদন জানিয়েছিল এডিটর্স গিল্ড । এ ছাড়াও পেগাসাস ইস্যুতে তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে আরও বেশ কয়েকটি পিটিশন দাখিল হয়েছিল।

মাসের শুরুতে শুনানির সময়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল পেগাসাস নিয়ে ওঠা অভিযোগ সত্যি হলে তা গুরুতর। তবে, এ বিষয়ে এখনই তদন্তের নির্দেশ দেওয়ার মতো প্রমাণ হাতে নেই বলেও জানানো হয়েছিল।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ