আন্তর্জাতিক 

তালিবানদের পক্ষে ফেসবুকে পোস্ট করা হলে কড়া ব্যবস্থা জানিয়ে দিল ফেসবুক কর্তৃপক্ষ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: তালিবানদের পক্ষে ফেসবুকে পোস্ট করা হলে সেই পোস্ট মুছে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। জানা গেছে এই নিয়ে তারা একটা বিশেষজ্ঞ কমিটি ও তৈরি করেছে। যারা এই পোষ্ট গুলোকে খতিয়ে দেখে ব্যবস্থা নেবে।

এ বিষয়ে ফেসবুকের তরফে জানানো হয়েছে, “মার্কিন আইন অনুযায়ী তালিবান জঙ্গি সংগঠন। সেই কারণে ফেসবুক থেকে ওই সংগঠনকে নিষিদ্ধ করা হচ্ছে।” জানানো হয়েছে, যে সকল প্রোফাইল থেকে তালিবানদের বার্তা ছড়িয়ে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হবে সেগুলো। এখনও পর্যন্ত ফেসবুকে তালিবানিদের সমর্থনে যাবতীয় যা পোস্ট করা হয়েছে, তা মুছে ফেলা হবে। নতুন করে পোস্ট করা হলে সেক্ষেত্রেও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Advertisement

এই কাজের জন্য বিশেষজ্ঞ দল তৈরি করেছে ফেসবুক। ওই দলের প্রত্যেকেই আফগানিস্তানের স্থানীয় ভাষায় পারদর্শী। সেখানকার পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহল। ওই বিশেষজ্ঞরাই পোস্ট মুছে ফেলা ও প্রোফাইল বন্ধ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

ফেসবুকের এই সিদ্ধান্তের ফলে তালিবান প্রশাসন বেশ খানিকটা সমস্যায় পড়ে যাবে। সাধারণ মানুষকে দ্রুত বার্তা পাঠানো তাদের পক্ষে কঠিন হবে বলে ওয়াকিবহাল মহল মনে করছেন।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ