কলকাতা 

স্যান্ডফোর্ড অ্যাকাডেমির NEET 2021 ক্রাশ কোর্স-এর শুভ সূচনা করলেন অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি :  আজ ১লা আগস্ট রবিবার, শুভ বন্ধুত্ব দিবসে বন্ধুর মতো এদিন ছাত্র-ছাত্রীদের উদ্দেশে হাত বাড়িয়ে দিলেন অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়। নিট ২০২১ পরীক্ষার্থীদের জন্য রবিবার স্যান্ডফোর্ড অ্যাকাডেমির ভার্চুয়াল আয়োজনে। এবছরের নিট পরীক্ষায় যারা বসতে যাচ্ছে তাদের জন্য একমাসের ক্রাশ কোর্স-এর এদিন ছিল শুভ সূচনা। ভার্চুয়ালি সূচনা করলেন বিশিষ্ট শিক্ষাবিদ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়। অতিমারির প্রকোপে যারা নিজেদেরকে নিশ্চল করে রেখেছে তাদের দিকে না তাকিয়ে ছাত্র-ছাত্রীদের জন্য স্যান্ডফোর্ড অ্যাকাডেমির এই শুভ উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। এর সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকাদেরকেও তিনি অভিবাদন জানান। ছাত্র-ছাত্রীদের জন্য প্রাণঢালা আশীর্বাদ জানিয়ে বিস্তারিত ভাবে তিনি পরামর্শ দেন শেষ এক-দেড় মাসের প্রস্তুতি কিভাবে নিতে হয় তা। নিজের জীবনের ঘটনা দিয়েও তিনি তা ব্যাখ্যা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন দিল্লি থেকে ভারতীয় কৃষি অনুসন্ধান সংস্থার বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক মতিয়ার রহমান খান। টেক্সটবুক যথাসম্ভব খুঁটিয়ে পড়া এবং পরিবর্তিত পাঠক্রমকে সামনে রেখে নিজেকে আরো টেকনিক্যালি উন্নত করার ব্যাপারে পরামর্শ দেন তিনি। এ ব্যাপারে পরবর্তীতে ছাত্র-ছাত্রীদের কল্যাণে স্যান্ডফোর্ড’ অ্যাকাডেমির পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেন তিনি। তাঁর এই আন্তরিকতাকে কৃতজ্ঞচিত্তে গ্রহণ করেন স্যান্ডফোর্ড অ্যাকাডেমির কর্তৃপক্ষ।

Advertisement

নিট ২০২১ পরীক্ষার প্রশ্ন পরিকাঠামোতে যে পরিবর্তন আসছে তা নিয়ে বিস্তারিত কথা বলেন অধ্যাপক শুভময় দাস, আসিফ মমতাজ, প্রিয়ম দে এবং জুনায়েদ জাভেদ।

স্যান্ডফোর্ড অ্যাকাডেমির ম্যানেজিং ডাইরেক্টর জসিম উদ্দিন মন্ডল সকলকে এই আলাপচারিতায় অংশ নেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানান। নিট ২০২১ পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতিমূলক এই এক মাসের ক্রাশ কোর্স তিনি রাজ্যের ছাত্রছাত্রীদের উদ্দেশে সম্পূর্ণ নিখরচায় করা হচ্ছে বলে ঘোষণা করেন। তিনি আরো বলেন আগামী বর্ষের নিট পরীক্ষা প্রস্তুতি সহ ফাউন্ডেশন কোর্স এবং অনলাইন ও রেসিডেনশিয়াল কোর্সের বিভিন্ন পাঠক্রম চালু হতে যাচ্ছে।

আগামী এক মাসের জন্য এই কোর্স-এর খুঁটিনাটি অর্থাৎ সিলেবাস, লেকচার-শিডিউল, অধ্যায়ভিত্তিক প্রস্তুতি, মক টেস্ট ইত্যাদি নিয়ে বিস্তারিত বলেন আকাশ পারভেজ। শেষ মুহূর্তে নিট-এর প্রস্তুতি নিয়ে স্যান্ডফোর্ড অ্যাকাডেমির এই আলাপচারিতায় অত্যন্ত উৎসাহভরে ছাত্রছাত্রীদের সঙ্গে বিভিন্ন জেলা থেকে অংশ নিয়েছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্তা-ব্যক্তিরা। এছাড়াও ছিলেন স্যান্ডফোর্ড অ্যাকাডেমির চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রহিম খান ও বিশিষ্ট কর্মকর্তা পান্থ মল্লিক, নাসিম উদ্দিন মন্ডল, সাবির হোসেন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট শিক্ষক নায়ীমুল হক।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ