কলকাতা 

অনুসন্ধানের উদ্যোগে মাধ্যমিক-মাদ্রাসা-উচ্চ মাধ্যমিক ও বিশেষ কৃতীদের নিয়ে ছাত্র-ছাত্রীদের আলাপচারিতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : আজ রবিবার বিকেল সাড়ে চারটেয় অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি বছরের মাধ্যমিক, মাদ্রাসা, উচ্চ মাধ্যমিক এবং বিশেষ কৃতীদের নিয়ে রাজ্যব্যাপী ছাত্র-ছাত্রীদের এক মুখোমুখি আলাপচারিতার অনুষ্ঠান । অনলাইনে মূলত নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্যে অভিনব এই সুযোগ করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে কোলকাতার অনুসন্ধান। অবশ্য এর বাইরে অন্যরাও এই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন অনুষ্ঠানের আহ্বায়ক ও অনুসন্ধানের সহ সভাপতি ড. কমল কৃষ্ণ দাস। তিনি জানিয়েছেন এই অনুষ্ঠানে উপস্থিত থাকছে মাদ্রাসা ফাইনালের কৃতী ছাত্রী সাইদা সিদ্দিকী(৭৯৭), মাধ্যমিকের কৃতী ছাত্রী মঞ্জিষ্ঠা মাইতি(৬৮৬), উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্র সাহিনুর রহমান (৪৯৪) ও অভিরূপ পাল(৪৬৪)।

এছাড়াও বাংলার কৃতী কন্যা ও দিল্লীর সেন্ট স্টিফেন্স কলেজের ছাত্রী অস্মিতা সরকার। অস্মিতা সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ পেয়েছেন।

Advertisement

অনুসন্ধানের প্রধান পৃষ্ঠপোষক ও বিশিষ্ট কৃষি বিজ্ঞানী অধ্যাপক ডঃ মতিয়ার রহমান খান জানালেন, “করোনা আবহে গৃহবন্দী হয়ে রয়েছে দেশের ও দশের ভবিষ্যৎ। তাদের দ্বারা যে আগামীদিনে অনেক কিছু করা সম্ভব সেই ধারণা আরও মজবুত করতেই রাজ্যব্যাপী সমস্ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এই ধরনের অনুষ্ঠান আয়োজন। আশা করি এতে ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে।”

অনুসন্ধানের সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী শশাঙ্ক শেখর মন্ডল জানালেন, “অনুসন্ধান গোড়া থেকেই একটু অন্যরকম ভাবে ছাত্র-ছাত্রীদের নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছে, আর তারই বহিঃপ্রকাশ এদিনের এই অনুষ্ঠান। করোনা অতিমারিতে হাজার হাজার শিশু-কৈশোর মননগুলি যাতে লক্ষ্যভ্রষ্ট না হয়ে পড়ে সেই প্রয়াসই জারি রেখেছে অনুসন্ধান।” অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রাক্তন অধ্যক্ষ ডঃ মুজিবর রহমান। ছাত্র-ছাত্রীদের উৎসাহ দিতে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অসমের বিশিষ্ট ইংরেজি সাহিত্যের অধ্যাপক ডঃ নিপম কুমার সাইকিয়া মহাশয়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ