খেলা 

এশিয়ান গেমসের তৃতীয় দিনে ভারতের পদক জয় অব্যাহত, এয়ার পিস্তলে বিভাগে সোনা জিতলেন সৌরভ চৌধুরি, ব্রোঞ্জ জিতলেন অভিষেক ভার্মা

শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : এশিয়ান গেমসের তৃতীয় দিনে ভারতের পদক জয় অব্যাহত। এশিয়ান গেমসে তৃতীয় সোনা ভারতের। ১০ মিটার এয়ার পিস্তলে পুরুষদের বিভাগে সোনা জিতলেন সৌরভ চৌধুরি। ব্রোঞ্জ জিতলেন অভিষেক ভার্মা।

৬৮ কেজি ফ্রি-স্টাইল কুস্তিতে ব্রোঞ্জ জিতলেন দিব্যা কাকরান। দিব্যার পদক জয়ের সাথে এশিয়ান গেমসে ভারতের পদক সংখ্যা বেড়ে হল দশ। সোনা-৩টি, রুপো ৩টি, ব্রোঞ্জ- ৪টি৷ ব্রোঞ্জ জয়ের পথে বছর কুড়ির দিব্যা এদিন হারালেন চাইনিজ তাইপেইয়ের চেন ওয়েংলিংকে। তৃতীয় স্থান নির্ণায়ক বাউটে টেকনিক্যাল সুপিওরিটিতে ম্যাচ জেতে দিব্যা। এর আগে ২০১৭ সালে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা ও দিল্লীতে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপে রূপো জেতেন। এশিয়ান গেমসে ব্রোঞ্জ জেতায় দিল্লীর দিব্যার মুকুটে যোগ হল আরও এক নয়া পালক।

Advertisement

দিব্যা কাকরানের আগে এশিয়াডের তৃতীয় দিন শুটিংয়ের হাত ধরে তিনটি পদক ভারতের ঝুলিতে এসেছে। ১০ মিটার এয়ার রাইফেলে দেশকে এদিন সোনা এনে দিয়েছে সৌরভ চৌধরি। একই ইভেন্টে এদিন ব্রোঞ্জ জিতেছেন অভিষেক বর্মা। এরপর ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে রূপোর পদক ছিনিয়ে নেন সঞ্জীব রাজপুত। এছাড়া সেমিফাইনালে থাইল্যান্ডের কাছে হারলেও এশিয়াডে প্রথমবার ব্রোঞ্জ পদক জিতে নেয় ভারতীয় সেপাক টাকর (কিক ভলিবল) টিম। যা দেশের ক্রীড়াক্ষেত্রে এক আলাদা মাত্রা যোগ করল বলা চলে।

জাপানের তোমোইউকি মাতসুদাকে হারিয়ে সোনা জেতেন ১৬ বছরের সৌরভ। ২৪০.৭ মিটারে শেষ করেন। অন্যদিকে ২১৯.৩ মিটার শুট করে ব্রোঞ্জ জেতেন অভিষেক। ২৩৯.৭ মিটার শুট করে রুপো জেতেন তোমোইউকি মাতসুদা।

সোনা জেতার  পাশাপাশি এশিয়ান গেমসে এয়ার পিস্তলে রেকর্ড গড়েন সৌরভ। এছাড়া এই প্রথম এশিয়ান গেমসে একই ইভেন্টে পদক জিতল দুই ভারতীয়। মাত্র ১৬ বছর বয়সে এত বড় সাফল্যের জন্য সৌরভকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর। সৌরভ ও অভিষেককে অভিনন্দন জানিয়েছেন অভিনব বিন্দা। সৌরভকে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

 


শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × two =