কলকাতা 

কুরবানীর ঈদে শান্তি বজায় রাখার আবেদন তৃণমূল সাংসদ ইদরিশ আলীর

শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : বিজেপি, আরএসএস এই  বাংলায় শান্তি বিঘ্নিত করতে চাইছে। তাই আমাদের সকলের উচিত শান্তি বজায় রাখা। আগামী কাল কুরবানীর ঈদ । কুরবানীর অর্থ আত্ম-উৎসর্গ করা তাই কোনভাবে যাতে শান্তি বিঘ্নিত না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার আবেদন জানিয়েছেন অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের সভাপতি সাংসদ ও আইনজীবী ইদরিশ আলী ।

আজ কলকাতা রিপন লেনে ইদরিশ সাহেবের বাড়িতে এক সম্প্রীতি সভার আয়োজন করা হয় । সেখানে বক্তব্য রাখতে গিয়ে ইদরিশ সাহেব জানিয়েছেন কুরবানীর অর্থ হল নিজেদের মধ্যে যে কুপ্রবৃত্তিগুলি আছে তাকে শেষ করা । এই পবিত্র দিনে আমরা যেন কোন পশুর ছবি সোস্যাল মিডিয়ায় প্রকাশ না করি সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র সারা দেশে সম্প্রীতির প্রতীক । তাঁকে সামনে রেখে আমাদের শান্তি ও সৌভ্রাতৃত্ব বজায় রাখতে হবে ।

Advertisement

এদিনে সভায় নাখোদা মসজিদের ইমাম জনার মাওলানা মুহা. সফিক বলেন যারা কুরবানীর পশু কিনতে যাবেন তারা যেন পশুকে রাস্তা দিয়ে হাটিয়ে না নিয়ে যায় । প্রয়োজন গাড়িতে করে পশু কিনে আনুন । আর কোন অবস্থাতেই দুস্কৃতকারীদের প্ররোচনায় পা না দিতে তিনি অনুরোধ করেছেন। এদিনে সভায় উপস্থিত ছিলেন, স্বামী উত্তমানন্দ মহারাজ. ড. অরুণজ্যোতি ভিক্ষু, পুরপিতা মুহাম্মদ জসিমুদ্দিন প্রমুখ ।


শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

19 − eight =