খেলা 

কম বয়সে ক্রিকেট খেলার রেকর্ড করলেন ভারতীয় ক্রিকেটার শেফালী বর্মা ছাপিয়ে গেলেন শচীনকেও

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: একমাত্র টেস্ট ম্যাচের পর রবিবার থেকে ইংল্যান্ডের  বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলতে নামে ভারতীয় মহিলা ক্রিকেট দল।  প্রথম ম্যাচেই ব্রিষ্টলে অনন্য রেকর্ডের মালিক হলেন ভারতীয় ক্রিকেটার শেফালি বর্মা । তিনি ছাপিয়ে গেলেন ক্রিকেট কিংবদন্তি শচীন তেণ্ডুলকরকেও। যদিও দলকে জেতাতে পারেননি শেফালি। নিজেও ব্যাট হাতে ব্যর্থ হন।

এদিনই ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছে ডানহাতি এই ব্যাটসম্যানের। আর এর ফলেই দেশের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই খেলার নজির গড়লেন তিনি। ১৭ বছর ১৫০ দিন বয়সে এই নজির গড়লেন শেফালি। পুরুষ এবং মহিলাদের মিলিয়ে কনিষ্ঠতম ক্রিকেটারদের তালিকায় শেফালি পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন। আর মেয়েদের মধ্যে শেফালি রয়েছেন তিন নম্বরে। ওই তালিকায় আফগানিস্তানের মুজিব উর রহমান তালিকায় শীর্ষে রয়েছেন। মুজিবের পর দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের মহিলা দলের ক্রিকেটার সারা টেলর। ১৭ বছর ৮৬ দিন বয়সে তাঁর তিন ফর্ম্যাটে অভিষেক হয়েছিল। এরপর রয়েছেন অস্ট্রেলিয়ার এলিস পেরি। তিনি আবার ১৭ বছর ১০৪ দিন বয়সে তিন ফর্ম্যাটে খেলার নজির গড়েছিলেন। চতুর্থ স্থানে রয়েছেন পাকিস্তানের মহম্মদ আমির (১৭ বছর ১০৮ দিন)। আর তারপরই শেফালির স্থান।

Advertisement

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ