দেশ 

উত্তরপ্রদেশের মোরাদাবাদে বাস ও ট্রাকের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা মৃত কমপক্ষে ১২, শোক প্রকাশ যোগীর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক:  উত্তরপ্রদেশের  মোরাদাবাদে  সোমবার সকালে দিল্লি-লখনউ হাইওয়ের  উপর যাত্রীবোঝাই বাস ও মিনি ট্রাকের সংঘর্ষ হয়। মর্মান্তিক এই ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনেরও বেশি যাত্রী মারা গিয়েছেন। আহত বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। চলছে উদ্ধারকাজ। ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, এদিন সকাল ৬টা নাগাদ পাঞ্জাব এবং পিলভিটের মধ্যে চলা একটি যাত্রীবোঝাই বাস দিল্লি-লখনউ হাইওয়ের উপর পাকবারা এলাকায় মিনি ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা মারে। ওই সময় মিনি ট্রাকটিতে ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন। বাসটিতেও ৫০ জনের বেশি যাত্রী ছিলেন। স্থানীয় প্রশাসন এবং প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা মারে বাসটি। এরপরই স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান।

Advertisement

পুলিশ সরকারিভাবে পাঁচজনের মৃত্যুর খবর জানালেও বেসরকারি মতে, ঘটনায় ১২ জনেরও বেশি যাত্রীর মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি মোরাদাবাদ জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাঁদের মধ্য অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে মনে করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। রয়েছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও।

এই ঘটনায় ইতিমধ্যে মৃতদের পরিবারের উদ্দেশে গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি আহতদের শুশ্রুষার জন্য আধিকারিকদের সমস্তরকম ব্যবস্থা করার নির্দেশও দিয়েছেন তিনি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ