জেলা 

Salim vs Abu Taher: সেলিম বললেন, ‘তৃণমূলের খেলা শেষ’, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় গুন্ডাগিরির কোনও জায়গা নেই’ পাল্টা তৃনমূল প্রার্থী আবু তাহের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক :  ভোটের দিন সকাল থেকেই সক্রিয় ছিলেন সিপিএমে রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদ কেন্দ্রের বাম কংগ্রেসের প্রার্থী মহম্মদ সেলিম। ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পরেই এজেন্টকে ধরেছিলেন মোহাম্মদ সেলিম আর ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগে দেখা গেল ফুরফুরা মেজাজে ডোমকলের মাঠে ক্রিকেট খেলতে। সারাদিন ধরে দুষ্কৃতীদের দাপট সামলানোর পাশাপাশি জোটের এজেন্টদের সঙ্গে সরাসরি যোগাযোগের স্থাপন করার পর দুপুরের পরে অনেকটাই ফুরফুরা মেজাজে সিপিআইএমের রাজ্য সম্পাদক।

ক্রিকেট খেলতে খেলতেই সাংবাদিকদের জানিয়ে দিলেন লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস প্রার্থী মহম্মদ সেলিম তৃণমূলের খেলা শেষ। এরপর অবশ্য পাল্টা উত্তর দিলেন তৃণমূল প্রার্থী আবু তাহের খান। তিনি বললেন,‘‘একটু বেশিই খেলে ফেললেন সেলিম সাহেব!’’

Advertisement

সেলিমকে নিয়ে তৃণমূল কংগ্রেস চেয়ে অনেকটাই অস্বস্তিতে পড়েছে তা বোঝা গেল তাদের প্রতিক্রিয়াতে। কারণ তৃণমূলের পক্ষ থেকে সেলিমের মতো রাজনীতিবিদের বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ আনা হয়েছে। এ থেকে এটাই স্পষ্ট মহম্মদ সেলিমের প্রহরিতে বেশ খানিকটা ব্যাক ফুটে তৃণমূল কংগ্রেস।

তৃতীয় দফার ভোটে মুর্শিদাবাদ আসনে বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিএমের রাজ্য সম্পাদক সেলিম। সকাল থেকে একাধিক জায়গায় ভোট প্রভাবিত করার অভিযোগ আসছিল তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে। খবর পেতেই প্রায় সব জায়গাতেই ছুটে গিয়েছেন বাম প্রার্থী। ভোটকেন্দ্রের আশপাশ থেকে তৃণমূলের নেতা-কর্মীদের সরিয়ে দেওয়া থেকে শুরু করে ভুয়ো এজেন্ট পাকড়াও করেছেন ‘সক্রিয়’ সেলিম। বেলা গড়িয়ে দুপুর হতেই খোশমেজাজে ক্রিকেট খেলতে নেমে পড়েন তিনি। ডোমকলে তিনি ক্রিকেট খেললেন দলীয় সমর্থকদের সঙ্গে। ব্যাট হাতে খোশমেজাজেই চালিয়ে খেলতে দেখা গেল সেলিমকে।

ক্রিকেট প্রসঙ্গে সিপিএম নেতা বলেন, ‘‘তৃণমূল আর মাঠে নেই। মানুষের রায়ে গণতান্ত্রিক ভাবে ওরা বাতিল হবে, এটা বুঝে গিয়েছে। ওদের ভোট কারচুপির খেলা শেষ। তাই আমরাই একটু খেলছি।’’ তৃণমূল প্রার্থী আবু তাহের খান অবশ্য সেলিমের হুঁশিয়ারি শুনে মুচকি হেসে ফেলেন। তার পর হাসি সামলে শুধু বলেন, ‘‘সেলিম সাহেব একটু বেশিই খেলে ফেললেন। গণতান্ত্রিক ব্যবস্থায় গুন্ডাগিরির কোনও জায়গা নেই।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ