দেশ 

মুসলিমদের নিশানা করে ভোট প্রচারে নরেন্দ্র মোদি ও বিজেপি নেতারা অন্ধপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর সংরক্ষণের প্রতিশ্রুতি নিয়ে নিরব মোদী

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : লোকসভা ভোটের প্রচারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপির ডাবর-তাবর নেতারা কংগ্রেস নাকি মুসলিমদের সংরক্ষণ দেওয়ার জন্য চেষ্টা করছে এই অভিযোগ করছেন। আর প্রচার ে মিথ্যাচার করে চলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী তিনি বলছেন কংগ্রেসের ইশতেহারে দলিতদের জন্য সংরক্ষণের অংশ থেকে কেটে মুসলিমদের দেওয়া হবে। এই কথা নিয়ে যখন বাজার মাত করার চেষ্টা করছেন নরেন্দ্র মোদি ঠিক তখনই অন্ধপ্রদেশে উলট পুরান শুরু করে দিয়েছেন তিনি।

অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর দলের সঙ্গে জোট বেঁধে, বিধানসভা এবং লোকসভা নির্বাচনে লড়াই করছে বিজেপির ওই রাজ্যে আগামী ১৩ই মে ভোট হতে চলেছে। বিরোধী দল হিসাবে চন্দ্রবাবু নাইডুর দল ওই রাজ্যের সংখ্যালঘু মুসলমানদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে চার শতাংশ মুসলিমদের জন্য সংরক্ষণ দেয়া হবে। মুসলিমদের জন্য সংরক্ষণ দেওয়া বা প্রতিশ্রুতি দেওয়া একটি রাজনৈতিক দলের সঙ্গে জোট করে ভোটে লড়ছে বিজেপি। আর নরেন্দ্র মোদি গিয়ে চন্দ্রবাবু নাইটির সঙ্গে একই মঞ্চ শেয়ার করে বক্তব্য রাখছেন।

Advertisement

একদিকে কংগ্রেস নাকি মুসলিমদেরকে প্রশ্রয় দিচ্ছে তাদের জন্য সংরক্ষণ দেওয়ার চিন্তাভাবনা করছে হিন্দুদের কাছ থেকে সংরক্ষণ কেড়ে নিয়ে মুসলমানদের দেওয়া হচ্ছে বলা হচ্ছে অন্যদিকে সংরক্ষণ দেওয়ার ঘোষিত অবস্থানে যে রাজনৈতিক দল অন্ধপ্রদেশে কাজ করছে তার সঙ্গে একই মঞ্চ শেয়ার করে ভোট চাইছেন নরেন্দ্র মোদি।

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে সুধাংশু বলেন, ‘‘তফসিলি জাতি ও জনজাতি (এসসি, এসটি) এবং অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠীর (ওবিসি) অংশ থেকে মুসলিমদের সংরক্ষণে সংবিধান পরিবর্তন করার জন্য ‘ইন্ডিয়া’র পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিজেপি নেতৃত্ব যে সন্দেহ প্রকাশ করছেন, লালুর বক্তব্য থেকেই তার সত্যতা প্রমাণিত হয়েছে।’’ প্রসঙ্গত রবিবার লালু বলেছিলেন, ‘‘মুসলিমরা অনগ্রসর হিসাবে যদি পূর্ণ সুবিধা পায়, তাতে কারও অসুবিধা হতে পারে না।’’

গত ২১ এপ্রিল মোদী রাজস্থানের বাঁশওয়াড়ায় বিজেপির সভায় বলেন, ‘‘প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ অতীতে বলেছিলেন, দেশের সম্পদে সর্বাগ্রে অধিকার মুসলিমদের। সেই কারণেই সমীক্ষা করার পরিকল্পনা নিয়েছে কংগ্রেস। যাতে দেশবাসীর কষ্টার্জিত অর্থ মুসলিম ও অনুপ্রবেশকারীদের মধ্যে বিলিয়ে দেওয়া যায়।’’ এর পরে ২২ এপ্রিল উত্তরপ্রদেশের আলিগড়ে তিনি বলেন, ‘‘কংগ্রেসের নজর আপনার সম্পত্তির উপরে রয়েছে। ক্ষমতায় এলে এরা মা-বোনেদের মঙ্গলসূত্র ছিনিয়ে নেবে। কাদের বিলিয়ে দেবে, তা আপনারা জানেন।’’

গত ৩০ এপ্রিল তেলঙ্গানা এবং মহারাষ্ট্রের প্রচারে মোদী অভিযোগ করেন, কেন্দ্রে ক্ষমতা দখল করলে কংগ্রেস তফসিলি জাতি ও জনজাতি এবং ওবিসিদের সংরক্ষণ কেড়ে নিয়ে মুসলিমদের দিয়ে দেবে। তেলঙ্গানার জাহিরাবাদে তিনি বলেন, “যত দিন আমি বেঁচে আছি, দলিত জনজাতিদের সংরক্ষণকে ধর্মের ভিত্তিতে মুসলিমদের হাতে তুলে দেব না, দেব না, দেব না! কংগ্রেস এবং তাদের যত সহযোগী রয়েছ, তারা কান খুলে এটা শুনে নাও।” যদিও মনমোহন প্রধানমন্ত্রী থাকাকালীন বলেছিলেন, ‘‘দেশের সম্পদে অগ্রাধিকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীগুলির।’’

ঘটনাচক্রে, পড়শি রাজ্য অন্ধ্রপ্রদেশে এনডিএ-র বড় শরিক টিডিপির নেতা চন্দ্রবাবু এ বার ভোটের প্রচার পর্বের গোড়া থেকেই মুসলিমদের জন্য সংরক্ষণের প্রতিশ্রুতি দিচ্ছেন খোলাখুলি। আগামী ১৩ মে অন্ধ্রের ২৫টি লোকসভা এবং ১৬০টি বিধানসভা আসনে এক দফাতেই ভোট।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ