কলকাতা 

নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় আর এক কদম এগোলেন মমতা, রাজ্যে ৩০শে জুন থেকে চালু হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, অভিনব এই প্রকল্পটি আসলে কি ? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ ইবাদুল ইসলাম : নির্বাচনী দেয়া প্রতিশ্রুতি লক্ষী যে মমতা বন্দ্যোপাধ্যায় আন্তরিক এ নিয়ে কোন সন্দেহ নেই। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর নির্বাচনী ইশতেহারে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়ন করতে চলেছেন। দুয়ারে রেশন প্রকল্প থেকে শুরু করে কৃষকদের ভাতা বৃদ্ধি আজ বৃহস্পতিবার তিনি ঘোষণা করলেন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথা। এই প্রকল্পের মাধ্যমে তিনি রাজ্যের যে সকল ছাত্র-ছাত্রী উচ্চশিক্ষা গ্রহণ করবেন তাদের কাছে বড় সুযোগ এনে দিলেন। 40 বছর বয়স পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ডের  সুযোগ পাবেন বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে ঘোষণা। আগামী 30 শে জুন এই প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

প্রসঙ্গত বলা যেতে পারে নির্বাচনী ইশতেহারে একাধিক প্রতিশ্রুতির সঙ্গে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথা বলা হয়েছিল। এই প্রকল্পে পড়াশোনার জন্য পড়ুয়াদের ১০ লক্ষ টাকা ঋণ দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ক্যাবিনেটে অনুমোদন পেয়েছে এই প্রকল্প। তিনি জানিয়েছেন, দশম শ্রেণি থেকেই এই প্রকল্পের সুবিধা পাবেন পড়ুয়ারা।

Advertisement

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “পড়ুয়াদের ঋণ দেওয়ার যে প্রকল্পের কথা জানানো হয়েছিল, তা মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। আজকের দিনটি পড়ুয়াদের। রাজ্যে দশম শ্রেণিতে প্রতিবছর কম-বেশি ১০ লক্ষ পড়ুয়া থাকে, দ্বাদশ শ্রেণিতে থাকে সাড়ে ৯ লক্ষ। দশম থেকে স্নাতক, স্নাতকোত্তর-সহ যাবতীয় পড়াশোনার জন্য রাজ্যের তরফে এবার পড়ুয়াদের ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। যা ক্রেডিট হবে তা ফেরত দেওয়ার জন্য চাকরি পাওয়ার পর ১৫ বছর সময় পাবেন পড়ুয়ারা।”

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ