দেশ 

এক জন পড়ুয়াও করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলে, দিতে হবে ১ কোটি দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে অন্ধ্র সরকার হুঁশিয়ারি শীর্ষ আদালতের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দেশের প্রায় সব রাজ্য সরকার দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করে দিয়েছে । কিন্ত অন্ধ্রপ্রদেশ সরকার দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেবে বলে জানিয়েছে। আর এনিয়ে কড়া হুঁশিয়ারি দিল দেশের শীর্ষ আদালত ।  শীর্ষ আদালত জানিয়েছে, সরকারি সিদ্ধান্ত মেনে পরীক্ষা নিতে গিয়ে যদি এক জন পড়ুয়ারও করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়, তা হলে রাজ্য সরকারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

অন্ধ্রপ্রদেশে এবার মোট ৫ লক্ষ ২০ হাজার পড়ুয়া দ্বাদশ শ্রেনির পরীক্ষায় বসবে । পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে মেনে চলা হবে করোনাবিধি। সেই পুরো ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে মোট ৫ লক্ষ ২০ হাজার পড়ুয়া পরীক্ষা দেবে ৩৪ হাজার ঘরে। অন্ধ্র প্রশাসনকে শীর্ষ আদালতের প্রশ্ন, কী করে সামাজিক দূরত্ব মেনে এত জনের পরীক্ষা নেওয়া সম্ভব? সরকার হিসাব দিয়েছে, একটি ঘরে ১৫-১৮ জন পড়ুয়া থাকবে। যদিও সেই দাবি মানতে নারাজ আদালত।

Advertisement

দ্বাদশের পরীক্ষা নিয়ে অন্ধ্রপ্রদেশ সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আবেদনের শুনানিতে আদালত জানতে চেয়েছে, কোন ব্যক্তি বা গোষ্ঠী বোর্ড পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। বোর্ড পরীক্ষা নেওয়ার আগে কী ভাবে সব দিক খতিয়ে দেখা হয়েছে, তারও বিস্তারিত রিপোর্ট দিতে হবে বলে জানিয়েছে আদালত।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ