কলকাতা 

পিএসি চেয়ারম্যান ইস্যুতে আইনত করার কিছু নেই : দিলীপ ঘোষ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ইস্যুতে শুভেন্দু অধিকারী অভিমতকে কার্যত নস্যাৎ করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তিনি আজ বৃহস্পতিবার স্পষ্ট বলেন, পিএসি চেয়ারম্যান ইস্যুতে বলার কিছু নেই । করারও কিছু নেই আইনত। সরকার যদি মুকুল রায়কে করতে চায় তাহলে আমাদের কিছু করার নেই বলে দিলীপ ঘোষ জানিয়েছেন ।

তাঁর ভাষ্য মতে,‘‌পিএসি চেয়ারম্যান নিয়ে বলার কিছু নেই। এটা সরকারের রীতি। আশা করি সরকার রাখবে। যদি তাঁরা না রাখেন তাহলে আইনত কিছু করার নেই। (শুভেন্দু গতকাল বলেছিল কোর্টে যাব, ভিন্ন সুর দিলীপের।) মুকুল রায়কে করা হলেও তাদের কিছু করার নেই।’‌

Advertisement

পিএসি চেয়ারম্যান নিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধ মত পোষণ করায় জোর চর্চা শুরু হয়েছে দলের অন্দরেই। কারণ গতকালই শুভেন্দু বলেছিলেন, বিধায়ক পদই থাকবে না তো পিএসি চেয়ারম্যান আর সদস্য। সেখানে উল্টো সুর দিলীপের কেন?‌ তা নিয়ে প্রশ্ন উঠেছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ