কলকাতা 

গণনায় কারচুপি নন্দীগ্রামে, ভোটের ফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মমতা, শুক্রবার শুনানির সম্ভাবনা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরী : সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই হাইপ্রোফাইল নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে হারিয়ে দেন শুভেন্দু অধিকারী। কিন্তু নন্দীগ্রামের ফলাফল নিয়ে প্রথম থেকেই ছিল বিতর্ক। সেই বিতর্কে সূত্রপাত হয় হয় গণনার দিন এদিন একটা সময় ভারতের অন্যতম প্রথম সারির নিউজ এজেন্সি এএনআই ঘোষণা করে দেয় যে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ১২০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এই ঘটনায় সারাদেশে  সম্প্রচারিত হওয়ার পর হঠাৎই পাল্টে যায় নির্বাচন কমিশন সূত্রে জানা যায গণমাধ্যমে যে খবর সম্প্রচারিত হয়েছে তা ঠিক নয় নন্দীগ্রামে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। এই ফল ঘোষণা হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুসরা মে ঘোষণা করেন পুনরায় ভোট গণনার জন্য। পুনরায় ভোট গণনার জন্য নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। কিন্তু নির্বাচন কমিশনকে অনুরোধ প্রত্যাখ্যান করে তারা শুভেন্দু অধিকারী কে জয়ের সার্টিফিকেট দিয়ে দেয়।

Advertisement

এরপর মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন তিনি এই ফলাফলের বিরুদ্ধে আদালতে যাবেন। জানা গেছে নির্বাচন কমিশনের সেই ফলাফলের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। আগামীকাল শুক্রবার সেই মামলার শুনানি হতে পারে।

সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চে মামলাটি দায়ের করা হয়েছে। শুক্রবার সেই আবেদনের শুনানি।

নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের জয় পরাজয় নিয়ে যে মামলা কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে  সেই মামলার রায়ের দিকে সেই মামলার রায়ের দিকে তাকিয়ে থাকবে সমগ্র দেশ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ