দেশ 

ত্রিপুরার বাসিন্দা বিপুল বিশ্বাসের হাতের তুলির কর্মকাণ্ডের প্রতিচ্ছবি, বিস্ময়কর এই প্রতিভার পাশে দাঁড়ালেন অভিনেতা সনু সুদ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ আবদুল আজিম : অভিনয় জগতে সনু সুদ খলনায়ক হলেও বাস্তবে রিয়েল হিরো হিসাবে সবার মনের মনি কোঠারে আবদ্ধ হয়ে আছেন এই সনু সুদ। করোনা পরিস্থিতিতে এই অভিনেতা সনু সুদ যেভাবে মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে দাঁড়িয়েছেন। তার কৃতজ্ঞতার পাশাপাশি ধন্যবাদ জানাতে গিয়ে পায়রার পালকের মধ্যে সনু সুদ এর ছবি এঁকেছেন ত্রিপুরা বিলোনিয়ার অখন্ড মন্ডলী সংলগ্ন এলাকার ২২ বছরের এই যুবক বিপুল বিশ্বাস। বিশ্ব করোনা মহামারী পরিস্থিতিতে বাড়ি থেকে বের না হয়ে বাড়িতে বসে বসে বিভিন্ন জিনিসের উপর ছবি এঁকে তাক লাগিয়ে দিচ্ছে বিলোনিয়ার বিপুল বিশ্বাস। কখনোবা গাছের উপর অভিনেতা সুশান্ত রাজপুত সিংহের ছবি আবার কখনো বা পিন দিয়ে নেতাজী সুভাষ এর ছবি এছাড়া গাছের ছালের উপর কবিতা কে মহাপুরুষের দেবদেবীর ছবি থেকে মহাপুরুষদের ছবি একে চলছে নিরলসভাবে পার পার্বত্য ত্রিপুরা ভারতের ছোট্ট একটি রাজ্য ত্রিপুরার শেষ সীমান্ত বিলোনিয়ায় বিপুল বিশ্বাসের হাতের ছোঁয়ায় তৈরি পায়রার পালকের উপর অভিনেতা সনু সুদের পিক এঁকে সামাজিক মাধ্যমে পোস্ট করার পর সনু সুদের চোখে পড়তেই ধন্যবাদ জানিয়ে বিপুল বিশ্বাসকে রিএক্ট দেন। পাশাপাশি সনু সুদ নিজেই  পাখির পালক এর উপর পিক টি সামাজিক মাধ্যমে পোস্ট করেন।

এই খবর ছড়িয়ে পড়তেই সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ছুটে যান বিপুল বিশ্বাসের বাড়িতে। বিপুল বিশ্বাসের সাথে কথা বলে জানতে পারা যায় সে বিভিন্ন জিনিসের উপর ছবি এঁকেছেন।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ