জেলা 

হুগলি জেলার বিভিন্ন প্রান্তে করোনা বিধি মেনে অনুষ্ঠিত হলো ঈদের জামাত

শেয়ার করুন

সেখ আব্দুল আজিম : করোনা আবহে হুগলি জেলার বিভিন্ন প্রান্তে এদিন ঈদ উৎসব পালিত হয়। বেশিরভাগ মসজিদ এবং ঈদগাঁওতে দূরত্ব বিধি মেনে ঈদের জামাত হয়। এইজন্য অন্যান্য বছরের তুলনায় এ বছর খুব সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয় এবং চলে সাড়ে আটটা নটা পর্যন্ত।

ঈদুল ফিতরের নামাজ কোথাও সাড়ে ছটায় হয়েছে, কোথাও 7:30 কোথাও সাড়ে 8 টায় অনুষ্ঠিত হয়েছে। শ্রীরামপুরের মিয়াজান দর্জি মসজিদে এদিন সকাল সাড়ে পাঁচটায় এবং শ্রীরামপুরের ঈদগাহ সাড়ে সাতটায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

হুগলি জেলার খুদসরা গ্রামে সেখ ফাউজান মাস্ক পড়ে মহামারী করোনা বিধি মেনে বাড়িতে এদিন আহলে হাদিস জামাতের মহিলারাও মসজিদ এ ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ