জেলা 

হাওড়ার চেঙ্গাইলে ঈদের জামাতে করোনা বিধি মেনে চলার নির্দেশ ইমামের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এম. এ. মনু :অতিমারির আবহে সরকারি নিয়ম মেনে আজ পবিত্র ঈদ পালিত হল চেঙ্গাইল ল্যাডলো জুট মিল মসজিদে। উলুবেড়িয়া এলাকার সব থেকে বড় ঈদের জামাতে বিভিন্ন ভাষা ভাষির মানুষ এখানে অংশ গ্রহণ করেন, উপস্থিত থাকেন প্রশাসনিক আধিকারিক গণ, কিন্তু করোনা অতিমারী জন্য সমস্ত পরিকল্পনা বাতিল করতে হয়েছে। সংক্ষিপ্ত করতে হয়েছে।

মসজিদের পেশ ইমাম ক্বারী আমানউল্লাহ জানালেন নিয়মকানুন মেনে, ঈদ পালনে আগাম সতর্ক বার্তা দিয়েছি, এবং, দূরত্ব বজায় রাখতে আসনের ব্যবস্থা করা হয়নি, নিজ নিজ আসন নিয়ে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এদিন সকাল ৯টা ঈদের জামায়াত শুরু হয়। ইমাম ক্বারী আমানউল্লাহ তার ভাষণে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভূয়সী প্রংশসা করে বলেন, ” আমাদের রাজোর মুখ্যমন্ত্রী সার্বিক ভাবে একের পর যে পদক্ষেপ নিয়েছেন, ধন্যবাদ জানাই, দেশের অন্য রাজ্যের থেকে অনেক ভালো কাজ করে চলেছেন, মাক্স যাদের নেই জামায়াতের মধ্যেই মাক্স বিতরণ করা হয়,

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twelve + 4 =